
জামাত অর্ধেক হবার পর নামাযে শরীক হলে বাকি নামায কিভাবে পূর্ণ করবে
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•নামায•
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মাসবুক ব্যক্তি ইমাম সাহেব উভয় দিকে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে বাকি নামায আদায় করবে। এক্ষেত্রে সে একাকী নামায আদায়কারীর হুকুমে চলে যাবে। অর্থাৎ কোন কারণে সেজদায়ে সাহু আবশ্যক হলে সেজদায়ে সাহু দিতে হবে। নামায ভঙ্গের কারণ হলে, নামায ভেঙ্গে যাবে ইত্যাদি। আর কেরাতের ক্ষেত্রে প্রথম দিককার রাকাতের হুকুম আরোপিত হবে। অর্থাৎ যদি এক রাকাত না পায়, তাহলে দাঁড়িয়ে সানা পড়বে, তারপর ফাতিহা ও সূরা মিলাবে এভাবে বাকি নামায পূর্ণ করবে। আর যদি দুই রাকাত না পায়, তাহলে প্রথম রাকাতে, সানা, ফাতিহা, সূরা মিলিয়ে নিয়মমাফিক পূর্ণ করবে, তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা মিলাবে। আর যদি তিন রাকাত না পায়, তাহলে প্রথমে দুই রাকাত পূর্বের মত পড়বে। আর তৃতীয় রাকাতে শুধু ফাতিহা পড়বে কিন্তু সুরা মিলাবে না। মোটকথা, রাকাত হিসেবে প্রথম রাকাত আদায়কারীর মত নামায আদায় করবে। কিন্তু বৈঠক হিসেবে ধর্তব্য হবে শেষ। তথা এক রাকাত না পেলে, এক রাকাত পূর্ণ করেই শেষ বৈঠক আদায় করবে নিয়মমাফিক। আর দুই রাকাত না পেলে তা পূর্ণ করে শেষ বৈঠক আদায় করবে। এভাবে তিন রাকাত ও চার রাকাতের একই হুকুম।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- মাসবুক ব্যক্তি তার বাকি নামায কিভাবে আদায় করবে
- ইকামত শুরু হলে নামায ভেঙ্গে দিতে হবে মর্মের ইবনে উসাইমিন রহঃ এর ফাতওয়াটি কি সঠিক
- সফরে থাকাকালীন নামায আদায়
- লকডাউনের কারণে মসজিদে একাধিক জামাত পড়ার হুকুম
- ফরজ নামাযের পূর্বের চার রাকাত সুন্নতের প্রথম বৈঠকের সময় জামাত শুরু হয়ে গেলে করণীয়
- সপরিবারে তারাবির নামাজের জামাত করা
- করোনা মহামারীর কারণে লকডাউন অবস্থায় জুমআ ও যোহর আদায় সম্পর্কে যা জানা জরুরী
- ঈদের নামাজের প্রথম জামাতের মুক্তাদীর জন্য দ্বিতীয় জামাতের ইমামতি