
প্রশ্ন
আমি তাকবীরে তাহরীমার সময় হাত আঙ্গুল মিলানো অবস্থায় কান পর্যন্ত উঠাই। কিন্তু আমাকে একজন বললেন, তাকবীরে তাহরীমার সময় আঙ্গুল স্বাভাবিকভাবে ফাঁকা রাখতে হয়। তার কথা কি সঠিক?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
তাকবীরে তাহরীমার জন্য হাত উঠানোর সময় হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক নিয়মে ফাঁকা রাখা সুন্নত। এ সময় আঙ্গুল মিলিয়ে রাখার বিধান নেই।
- والله اعلم باالصواب -
সুত্র
- মাবসূত, খন্ড: ১, পৃষ্ঠা: ১১
- বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৬৫
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৯
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৮৫
- শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৩০০
আনুষঙ্গিক ফতোয়া
- তাকবীরে তাহরীমার সময় মাথা ঝুঁকানো
- ইমামের তাকবীরে তাহরীমার পূর্বেই মুক্তাদীর তাকবীরে তাহরীমা বলা
- তাকবীরে তাহরীমার মুহূর্তে নামাজের নিয়ত না করা
- সুন্নাত তরীকার খেলাফ নামায পড়া
- তাশাহুদে ইশারা করার পর আঙ্গুল কি শুধু নাড়াতেই থাকবে
- বিতরের তৃতীয় রাকা‘আতে হাত উঠানোর হুকুম
- তাকবীর দেয়ার সময় মুকাব্বিরের নিয়ত
- সিজদার মাঝে উভয় পা খাড়া রাখা