
প্রশ্ন
নামাযে তাকবীরে তাহরীমা বলার সময় অনেকে মাথা ঝুঁকিয়ে হাত বাঁধে। এতে শরী‘আতের দৃষ্টিতে কোন ক্ষতি আছে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
তাকবীরে তাহরীমার সময় মাথা সোজা রেখে, চেহারা কিবলার দিকে রেখে, দৃষ্টি জমিনের দিকে রাখা শরী‘আতের নির্দেশ। এর ব্যতিক্রম করে মাথা ঝুঁকিয়ে তাকবীরে তাহরীমা বাঁধাকে ফুকাহায়ে কিরাম বিদ’আত ও নাজায়িয বলেছেন। কারণ, এর দ্বারা চেহারা কিবলার দিকে থাকে না, বরং জমিনের দিকে হয়ে যায়, অথচ চেহারাকে কিবলার দিকে রাখার নির্দেশ এসেছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৭৩
- আদদুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৭৫
আনুষঙ্গিক ফতোয়া
- তাকবীরে তাহরীমার সময় হাতের আঙ্গুল মিলিয়ে রাখা
- তাকবীরে তাহরীমার মুহূর্তে নামাজের নিয়ত না করা
- ইমামের তাকবীরে তাহরীমার পূর্বেই মুক্তাদীর তাকবীরে তাহরীমা বলা
- তাকবীর দেয়ার সময় মুকাব্বিরের নিয়ত
- এক আলিফকে কমবেশী টানা
- খুৎবার সময় মুক্তাদীর জন্য ঈমামের সাথে তাকবীরে তাশরীক বলা
- বিতরের তৃতীয় রাকা‘আতে হাত উঠানোর হুকুম
- জায়নামাজের দোয়া