
প্রশ্ন
তারাবীহ নামায কোন পর্যায়ে পড়েছে? শুধু সুন্নাত, নাকি সুন্নাতে মুআক্কাদাহ, নাকি নফল?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
২০ রাকা‘আত তারাবীহ নামায পুরুষ-মহিলা উভয়ের জন্য সুন্নাতে মুআক্কাদাহ। তবে পুরুষদের জন্য তারাবীহর জামা‘আত করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। মেয়েরা জামা‘আত ছাড়াই নিজেরা পড়ে নিবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৫
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৫২৪
আনুষঙ্গিক ফতোয়া
- তারাবীহের সময়ে সুবহানা যিল মুলকি দু‘আটি পরার হুকুম কি?
- বাড়িতে জামা‘আতের সাথে তারাবীহের নামায আদায়
- তারাবীর নামাযের রাকাতের সঠিক সংখ্যা
- তারাবির ইমামতি করে বিনিময় গ্রহণ
- রোযা ও তারাবীহের সাওয়াব থেকে বঞ্চিত হওয়ার কারণ
- তারাবীহ পড়িয়ে টাকা নেয়া
- তারাবীহ নামাযে মুক্তাদিগনের নিয়্যত করা
- মহিলাদের তারাবীর নামাযে ইমামতী