
প্রশ্ন
জনৈক ব্যক্তি যোহরের নামাযের শেষ বৈঠকে তাশাহহুদের স্থলে ভুলবশত সূরা ফাতিহা পড়ে ফেলে। পরে মনে হলে তাশাহহুদ, দরূদ ও দুআ পড়ে সাহু সিজদা ছাড়া নামায শেষ করে। তার নামায কি আদায় হয়েছে? নাকি পুনরায় পড়তে হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
উক্ত ভুলের কারণে তার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। যেহেতু তা করা হয়নি তাই নামাযটি পুনরায় পড়ে নেওয়া জরুরি।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ৩১৩
- শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ২৯৭
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ২৯৬
- ফাতহুল কাদীর, খন্ড: ১, পৃষ্ঠা: ৩০৮
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযে সূরা ফাতিহার স্থানে তাশহহুদ পড়া বা এর উল্টোটা করা
- ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া
- সূরা ফাতিহা কিরাত নয় একটি দালিলিক পর্যালোচনা
- ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে
- সূরা পড়তে গিয়ে ভুলে গেলে
- ১ম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দু‘আ পড়া
- ইমামের পিছনে কিরাত পড়াঃ সূরা ফাতিহা কুরআনের অন্তর্ভূক্ত নয়
- নামাজের সূরা ফাতেহার আগে অন্য কোন সূরা পড়া