নামায Fatwa Cover

দুই সিজদার মাঝে দু‘আ পড়ার হুকুম

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

দুই সিজাদার মাঝে দু‘আ পড়ার হুকুম কি ?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

দুই ‍সিজদার মাঝে বসে দু‘আ করা মুস্তাহাব । আবূ দাউদ এবং তিরমিযী শরীফে হযরত ইবনে আব্বাস রা. থেকে একটি হাদীস বর্ণিত আছে, হুযুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মাঝে দু‘আ পড়তেন । তবে জামা‘আতে নামায পড়ানোর সময় ইমামের জন্য দুর্বল মুসল্লীদের প্রতি লক্ষ রেখে সম্পূর্ণ দু‘আ না পড়া উচিত । বরং ইমাম সংক্ষিপ্ত পড়বে, আর মুসল্লীগণ যতটুকু পড়তে পারে পড়বে । একাকী নামায পড়ার সময় পূর্ণ দু‘আ পড়া মুস্তাহাব । হানাফী মাযহাবের ফিকহের কিতাবে বলা হয়েছে দু‘আ পড়া সুন্নাত নয় এ কথার দ্বারা মুস্তাহাব হওয়া বাতিল হয় না । কারণ, একটি জিনিস সুন্নাত না হলেও মুস্তাহাব হতে পারে । এর মধ্যে কোন বিরোধ নেই ।

- والله اعلم باالصواب -

সুত্র

  • প্রামাণ ফাতাওয়ায়ে শামী, খন্ড: , পৃষ্ঠা: ৫০৫
  • ফাতাওয়া দারুল ‍উলুম, খন্ড: , পৃষ্ঠা: ১৭১
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩০০