
প্রশ্ন
জনৈক ব্যক্তির ইন্তিকালের সময় তার দুই ছেলের মাঝে বড় ছেলে বাড়ি ছিল না। এদিকে কাফন-দাফনে বিলম্ব হওয়াতে আগত লোকজন বিরক্ত হয়ে ছোট ছেলেকে তাড়াতাড়ি জানাযার কাজ সমাধা করতে বলায় সে জনৈক আলিম সাহেবের মাধ্যমে তার পিতার জানাযার নামাযের কাজ সম্পন্ন করে। এরপর বড় ছেলে পিতার মৃত্যু সংবাদ শুনে বাড়ি আসে। এখন সে দ্বিতীয়বার তার পিতার জানাযার নামায পড়তে পারবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে ছোট ছেলের অন্য আলিম দ্বারা একবার জানাযায় নামায পড়ানোর পর, দ্বিতীয় বার অন্য ছেলে আর তার পিতার জানাযার নামায পড়তে পারবে না। উল্লেখ্য যে, কারো ইন্তিকালের পর তার কাফন-দাফন ও জানাযার যাবতীয় কাজ যথা সম্ভব তাড়াতাড়ি সম্পন্ন করাই শরী‘আতের বিধান। কারো জন্য বিলম্ব করা মারাত্মক অন্যায় ও গোনাহের কাজ। হাদীসে শরীফে এ ব্যাপারে কঠোর ভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- হিদায়াহ, খন্ড: ১, পৃষ্ঠা: ১৮০
- আল ফাতাওয়াল হিনাদিয়্যাহ, খন্ড: ১, পৃষ্ঠা: ১৬৪
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ২০৭
- ফাতাওয়া শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ২৩২
- আল দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ২২৩
আনুষঙ্গিক ফতোয়া
- জানাযার নামায পড়িয়ে হাদিয়া গ্রহণ ও ২য় বার জানাযার নামায
- এক মৃতের একাধিক জানাযা
- ওয়াক্তিয়া নামাযের পূর্বে জানাযার নামায পড়া
- জানাযার নামাযের জন্য মাইকিং করা
- মহিলার ইমামতীতে নামায আদায়
- হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর জানাযার ইমামতি
- জানাযার নামাযে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে জানতে চাই
- জানাযার নামাযে চার তাকবীরের কম দেওয়া