
প্রশ্ন
আমাদের এলাকার পুরাতন টিনের মসজিদে স্থান সংকুলান না হওয়ায় মসজিদের কাছাকাছি নতুন আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছে। নতুন মসজিদের কারণে পুরাতন টিনসেড মসজিদটি অনাবাদ হয়ে পড়ে। এখন সে স্থান অরক্ষিত অবস্থায় পড়ে আছে। জানতে চাই, এ সম্পর্কে আমাদের করণীয় কী?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কোনো স্থানে মসজিদ হয়ে গেলে ঐ স্থান কিয়ামত পর্যন্ত মসজিদের জন্য নির্ধারিত হয়ে যায়। ঐ স্থান মসজিদ ছাড়া অন্য কাজে ব্যবহার করা জায়েয নয়। তাই নতুন মসজিদের কারণে পুরাতন মসজিদের প্রয়োজন না থাকলেও তা মসজিদ হিসাবে হেফাযত করতে হবে। অস্থায়ীভাবে তাতে কুরআন মজীদের তা’লীম ইত্যাদি দ্বীনী কাজ চালু রাখা যেতে পারে। তবে মসজিদের আদাব বজায় রেখে কাজ করতে হবে। পরবর্তীতে যখন নিয়মিত জামাত করার মতো পরিস্থিতি সৃষ্টি হবে তখন তাতে জামাত চালু করবে। অবশ্য যদি সম্ভব হয় তাহলে দুই মসজিদকে মিলিয়ে একটি বড় মসজিদ বানিয়ে নিবে। কিন্তু কোনো অবস্থায় তা বে-দখল বা অন্য কাজে ব্যবহার করা যাবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- তাফসীরুল মুহাররারিল ওয়াজীয, ইবনে আতিয়্যাহ, খন্ড: ১৫, পৃষ্ঠা: ১৪৫
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৪৮
- আলবাহরুর রায়েক, খন্ড: ৮, পৃষ্ঠা: ২৫০
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৮৫
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ৮৪৬
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪২৪
- আলমুগনী ইবনে কুদামা, খন্ড: ৮, পৃষ্ঠা: ২২৩
- কিতাবুল মাজমু’, খন্ড: ১৬, পৃষ্ঠা: ৩৩
- সূরা: জ্বীন, আয়াত: ১৮
আনুষঙ্গিক ফতোয়া
- মসজিদের স্থানে ঈদগাহ নির্মাণ করার হুকুম কি
- ওজরের কারণে মসজিদের ছাদে জামাত করা
- স্বপ্নদোষে মসজিদ নাপাক হলে করণীয়
- ওয়াকফ সংক্রান্ত মাসআলা
- মসজিদে দানকৃত পণ্য মসজিদে নিলামে বিক্রি
- মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জমি হওয়া আবশ্যক এক মসজিদের সম্পদ আরেক মসজিদে ব্যবহারের হুকুম কি
- মসজিদ কবরস্থান সংক্রান্ত মাসআলা
- বন্ধকী জমি মসজিদের জন্য ওয়াকফ করা