
প্রশ্ন
নফল নামাযে সিজদা অবস্থায় কোনো ধরনের দুআ করা জায়েয আছে কি না? এক আলেমের মুখে শুনেছি, নফল নামাযে সিজদা অবস্থায় বাংলাতেও দুআ করা জায়েয আছে। তার এ কথা কতটুকু সঠিক?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নফল নামাযে সিজদা অবস্থায় কুরআন-হাদীসে বর্ণিত দুআসমূহ পড়া যাবে। তবে নফল হোক কিংবা অন্য কোনো নামাযে অনারবী ভাষায় দুআ করা নিষিদ্ধ।
- والله اعلم باالصواب -
সুত্র
- সুনানে আবু দাউদ, খন্ড: ১, পৃষ্ঠা: ১২৬
- আদ্দুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৫২১
- আননাহরুল ফায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ২২৪
- হাশিয়া তাহতাবী আলাদ্দুর, পৃষ্ঠা: ১
- আসসিআয়াহ, খন্ড: ২, পৃষ্ঠা: ২৪৫
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযে দুই সিজদাহ করা ফরয কি-না ?
- নফল নামাযে সিজদায় বাংলায় দু‘আ করা জায়িয কি-না?
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করা
- একাধিক তিলাওয়াতে সিজদাহ বিলম্বে একসাথে আদায় করা
- ঈদের নামাযে সিজদাহ সাহু করা
- সূরায়ে সোয়াদ-এ সিজদাহ
- একাধিক সিজদায়ে তিলাওয়াত আদায় করার উত্তম নিয়ম