
প্রশ্ন
নফল নামায বসে পড়ার হুকুম কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নফল নামায কোনো ওজর ছাড়াও বসে পড়া জায়েয। তবে বসে পড়লে দাঁড়িয়ে পড়ার তুলনায় অর্ধেক সওয়াব হবে। হাদীস শরীফে এসেছে, হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে নামায পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এতে দাঁড়িয়ে নামায পড়ার তুলনায় অর্ধেক সওয়াব হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ২২১
- ফাতহুল কাদীর, খন্ড: ১, পৃষ্ঠা: ৪০০
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ৬২
- মুসনাদে আহমাদ, হাদীস নম্বর: ৬,৮৮৩