
প্রশ্ন
সুন্নাত বা নফল নামাযে উচ্চঃস্বরে কুরআনে কারীম তিলাওয়াত করায় কোন ক্ষতি আছে কি? উল্লেখ্য যে উচ্চঃস্বরে তিলাওয়াত করায় অধিক মনোযোগ আসে।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, রাতের সুন্নাত বা নফল নামাযে উচ্চঃস্বরে কুরআন তিলাওয়াত করা যাবে। তবে একদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যাতে এর দ্বারা অন্যের অসুবিধা বা কষ্ট না হয়। অবশ্য দিনের নফল নামাযে কিরা‘আত আস্তেই পড়তে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ৭২
আনুষঙ্গিক ফতোয়া
- তারাবীর নামাযে সূরার শুরুতে উচ্চঃস্বরে বিসমিল্লাহ পড়া
- নামাযে কুরআন তিলাওয়াতে আজেবাজে চিন্তা আসলে করণীয়
- কবরের নিকট কুরআন মজিদ তেলোয়াত
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করা
- নফল নামায
- আযানের সময় তিলাওয়াত
- ফজরের আযানের পর সুন্নাত ছাড়া অন্য কোন নফল