
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
উক্ত ব্যক্তি যদি দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরীমা বলে রুকূতে গিয়ে থাকেন, তাহলে তার নামায সহীহ হয়েছে। কেননা, তিনি রুকূতে যাওয়ার তাকবীর তরক করেছেন যা ওয়াজিব নয়, বরং সুন্নাত। তাছাড়া ইমামের সাথে রুকূতে পৌঁছে এক তাসবীহ পরিমাণ দেরী করা জরুরী নয়। বরং রুকূতে শুধু শরীক হলেই ঐ রাকা‘আত পেয়েছে বলে গণ্য হবে। এমনকি কেউ যদি এমন সময় রুকূর জন্য ঝুঁকে, যখন ইমাম সাহেব রুকূ থেকে মাথা উঠাতে থাকেন, কিন্তু এখনো এতটুকু সোজা হতে পারেননি যে, তার হাত হাঁটু পর্যন্ত পৌছে না। ইতিমধ্যে মুক্তাদী এতটুকু পরিমান ঝুঁকে গেছে যে, তার হাত হাঁটু পর্যন্ত পৌছে যায়। তাহলে সোজা এতে এক তাসবীহ পরিমাণ সময় নাও হয়, তবুও উক্ত মুক্তাদী এই রাকা’আত পেয়েছে বলে গণ্য হবে। তবে তার জন্য ঐ রুকূতে একাকীভাবে এক তাসবীহ পরিমাণ দেরী করা ওয়াজিব। অতঃপর অবশিষ্ট তাসবীহ না পড়ে দাড়িয়ে ইমামের অনুসরণ করা ওয়াজিব। উল্লেখ্য যে, তাকবীরে তাহরীমা সোজা দাঁড়ানো অবস্থায় শেষ করতে হবে। সোজা তাকবীরে তাহরীমা বলতে বলতেই রুকূর জন্য ঝুঁকে পড়ে, তাহলে নামায সহীহ হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ১২০
- আল-বাহরুর রায়িক, খন্ড: ১, পৃষ্ঠা: ২৯৩
- শামী, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৪২
- আহসানুল ফাতওয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ২৮৮
আনুষঙ্গিক ফতোয়া
- ইমাম সাহেবকে রুকূতে পাওয়া গেলে
- রাকাত পাওয়ার জন্যে ইমামের সাথে রুকুর ন্যূনতম সময়
- জামাতে শরিক হলেই ইমাম রুকু থেকে উঠে গেলে করণীয়
- রুকুর তাকবীর না বলে রুকুতে চলে গেলে করণীয়
- যাকাত পাওয়ার জন্য রুকুর ন্যূনতম সময়
- কুনূত না পড়ে রুকূতে যাওয়ার উপক্রম হলে
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- রুকূ সিজদাহ থেকে ইমামের আগে মুক্তাদীর সোজা হয়ে যাওয়া