
প্রশ্ন
ইমাম সাহেব মাইকে নামায শুরু করেছেন। নামায এক রাকা‘আত পড়ার পর বিদ্যুত চলে গেল। পরে পিছনে মুআযযিন সাহেব মুকাব্বির হলেন এবং কয়েকবার তাকবীর জোরে বললেন। পরে আবার বিদ্যুত এসে গেল। তখন মুআযযিন সাহেব জোরে তাকবীর বলা বন্ধ করে দিলেন। এতে মুআযযিন সাহেবের নামাযের কি কোন ক্ষতি হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
বিদ্যুত চলে যাওয়ায় মুআযযিন সাহেবের তাকবীর বলতে এবং পুনঃ বিদ্যুত আসায় তাকবীর বন্ধ করাতে নামাযের কোন ক্ষতি হবে না। কারণ, আকস্মিক জরুরতের কারণে তা করতে হয়েছে। আর তা নামায ভঙ্গ বা নামায মাকরূহ্ হওয়ার কোন কারণের আওতায় পড়ে না। তবে উত্তম হল মাইক ছাড়া সাদাসিদা ভাবে সুন্নাত তরীকায় নামায পড়া এবং বড় জামা‘আতে সম্পূর্ণ নামাযে মুকাব্বিরী করা।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- তাকবীর দেয়ার সময় মুকাব্বিরের নিয়ত
- খেলার জন্য মসজিদ থেকে বিদ্যুৎ এর লাইন নেয়া যাবে
- তাওয়াফে বিদা না করে দেশে চলে এলে করণীয়
- ঈদের নামাযের ঠিক আগ' মুহুর্তে অজু ভেঙে গেলে করনীয়
- রুকুতে যেতে যেতে তাকবীরা তাহরীমা বললে নামায হবে কি
- নামাযে বাজে চিন্তা আসলে করণীয় কী নামাযরত অবস্থায় ওজু চলে গেছে মনে হলে কী করবে
- নামাযে মাইক ব্যবহার করা
- নামাযী ব্যক্তির দিকে মুখ করে বসা