
প্রশ্ন
নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করলে, নামায শেষে আদায় করে নিলে নামায সহীহ হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সিজদার আয়াত তিলাওয়াত করলে, তার নিয়ম হল- সাথে সাথে সিজদাহ করে নেয়া। চাই নামাযের ভিতরে হোক, বা নামাযের বাইরে। কিন্তু নামাযের মধ্যে তিলাওয়াতের সিজদাহ আদায় না করে, নামায শেষে আদায় করে নিলে, সিজদাহ আদায় হবে না, বরং গুণাহগার হবে। তাওবা-ইস্তেগফার ব্যতীত মাফের অন্য কোন সুরত নেই। অবশ্য নামাযের বাইরে তাত্ক্ষণিক সিজদা না করে থাকলে, পরবর্তীতে আদায় করার সুযোগ থাকবে। তবে অযথা দেরী করা অনুচিত। উল্লেখ্য, নামাযে সিজদার আয়াত তিলাওয়াতের পর তিন আয়াতের কমে রাকা‘আত শেষ হলে ঐ রাকা‘আতের সিজদার সহিত তিলাওয়াতের সিজদাও আদায় হয়ে যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ইমদাদুল ফাতাওয়া জাদীদ, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৫৪
- মাহমূদিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৩,৬৩,৫৭১
- বেহেশতী জেওর, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৩
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৬৮
- দুররে মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১০৯
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- নামাযে দুই সিজদাহ করা ফরয কি-না ?
- সূরায়ে সোয়াদ-এ সিজদাহ
- একাধিক তিলাওয়াতে সিজদাহ বিলম্বে একসাথে আদায় করা
- সেজদার আয়াত মনে মনে পড়া
- একাধিক সিজদায়ে তিলাওয়াত আদায় করার উত্তম নিয়ম
- মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ইমাম সাহেব থেকে সিজদার আয়াত শোনা
- সিজদারত অবস্থায় মাটি থেকে পা উঠে যাওয়া