
প্রশ্ন
নামাযে সূরা ফাতিহা বা সূরা ফাতিহার কোন আয়াত দোহরিয়ে পড়লে কি সাহু সিজদা দিতে হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নামাযে ভুলবশতঃ সূরা ফাতিহা দোহরিয়ে পড়লে, সাহু সিজদা দিতে হবে। অবশ্য যদি সূরা ফাতিহার কোন এক আয়াত দোহরিয়ে পড়ে, তাহলে সিজদায়ে সাহু করতে হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া দারুল উলূম, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৯৬
- ফাতাওয়া দারুল উলূম, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪০৬
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযে দুই সিজদাহ করা ফরয কি-না ?
- ঈদের নামাযে সিজদাহ সাহু করা
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- নামাজের সূরা ফাতেহার আগে অন্য কোন সূরা পড়া
- নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করা
- ইমামের পিছনে কিরাত পড়াঃ সূরা ফাতিহা কুরআনের অন্তর্ভূক্ত নয়
- নামাযে সূরা ফাতিহার স্থানে তাশহহুদ পড়া বা এর উল্টোটা করা
- সিজদায়ে সাহু ওয়াজিব না হওয়া সত্ত্বেও সিজদা করা