নামায Fatwa Cover

নামাযে সূরা মিলানো

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

আমি জামে মসজিদের ইমাম। আমি মুসল্লীদেরকে নিয়ে একবার ফরজ নামায আদায় করি। কিন্তু প্রথম রাক‘আতে সূরা ফাতেহা পাঠ করার পর অন্য কোন সূরা মিলানো ব্যতীত রুকূতে চলে যাই, অতঃপর নামায শেষ করার পূর্বে সিজদায়ে সাহু আদায় করে নামায শেষ করি। এখন আমার প্রশ্ন নামায পরিপূর্ণ হল কি-না? না আবার দ্বিতীয় বার নামায পড়তে হবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা বা তিন আয়াত পরিমাণ মিলানো ওয়াজিব। আর ওয়াজিব ভুলক্রমে ছুটে গেলে তার পরিবর্তে সিজদায়ে সাহু দিলে নামায আদায় হয়ে যায়। সুতরাং আপনার নামায সহীহ হয়েছে। দ্বিতীয় বার পড়তে হবে না।

- والله اعلم باالصواب -

সুত্র

  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১০৪
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১২৬
  • দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৯