বিবাহ-তালাক Fatwa Cover

নির্জনবাসের আগে স্বামী-স্ত্রীর কোনো একজন মৃত্যু বরণ করলে মোহর আদায়

মাসিক আল কাউসারবিবাহ-তালাক


প্রশ্ন

বিয়ের পর স্বামী-স্ত্রীর একান্তে সাক্ষাতের পূর্বেই যদি স্বামী মৃত্যুবরণ করে এবং মহরও নির্ধারিত থাকে তাহলে কি স্ত্রী পূর্ণ মহর পাবে, না নির্ধারিত মহরের অর্ধেক পাবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নির্জনবাসের আগেও স্বামী-স্ত্রীর কোনো একজন মৃত্যু বরণ করলে স্ত্রী নির্ধারিত মহরের পুরোটাই পাবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৬
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫৮৪
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩০৩
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ১০২