বিবিধ Fatwa Cover

পূর্ব-পশ্চিম লম্বিত ভাবে কবর পাকা করা

ইসলামী জিন্দেগীবিবিধ


প্রশ্ন

মৌলভী বাজার জেলার, কুলাউড়া থানাধীন ১নং বরমকালি ইউনিয়নের শাহখালা রহ. এর মোকামের খাদেম “রাজাশাহ” স্বপ্নে দেখেছেন, গুজাশাহ নামে জনৈক মৃত ব্যক্তি উনাকে, ঘুমের মাঝে বলছেন যে, “তুমি আমার কবরটি পূর্ব পশ্চিমে লম্বিতভাবে পাকা কর। বর্তমানে ঐ খাদেম কবরের বুকের উপর তিনটি সিঁড়ি দিয়ে পূর্ব-পশ্চিমে লম্বালম্বিভাবে একটি পাকা মাজার রচনা করেছেন। বাংলাদেশীদের পক্ষে পূর্ব-পশ্চিমে লম্বা করে কবর করার বৈধতা আমাদের শরী‘আতে আছে কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কিবলার দিকে বুক ও মুখ করে ডান কাতে মৃতকে রাখা মুসলমানদের ধর্মীয় রীতি, যা শরী‘আত কর্তৃক নির্দেশিত। বাংলাদেশে কিবলা যেহেতু পশ্চিম দিকে, তাই মৃতকে কিবলামুখী করতে হলে তার জন্য জরুরী হল- কবর উত্তর-দক্ষিণ দিকে লম্বা করা। সুতরাং কেউ যদি পূর্ব-পশ্চিমে লম্বা করে কবর দেয়, তাহলে তা শরী‘আত পরিপন্থি এবং মহানবীর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধাচারণ বলে গণ্য হবে। এটা তার গুমরাহ ও পথভ্রষ্ট হওয়ার নিদর্শন। তাছাড়া কবর পাকা করাও শরী‘আতে নিষেধ। মুসলিম সমাজে এরূপ নিকৃষ্ট কাজে সাধ্যানুযায়ী বাধা প্রদান ও প্রতিহত করতে হবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭১২
  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭৮