
প্রশ্ন
চার রাকা‘আত বিশিষ্ট নামাযে যদি ১ম বৈঠকে তাশাহহুদ অর্থাৎ ‘আত্তাহিয়্যাতু’ পড়ার পর দরূদ শরীফ পড়া শুরু করে, তাহলে কতটুকু পরিমাণ পড়লে, সিজদাহ্ সাহু ওয়াজিব হবে? এবং কতটুকু পরিমাণ পড়লে, ওয়াজিব হবে না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ফরজ, ওয়াজিব কিংবা সুন্নাতে মু‘আক্কাদা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর “আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদ” পর্যন্ত পড়লেই সাহু সিজদাহ ওয়াজিব হয়ে যাবে। আর এর চেয়ে কম পড়লে, সাহু সিজাদাহ্ ওয়াজিব হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩০
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযে দুই সিজদাহ করা ফরয কি-না ?
- সুন্নাতে মু‘আক্কাদা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দু‘আ পড়ে ফেললে
- ঈদের নামাযে সিজদাহ সাহু করা
- মাসবূক যদি ইমামের পিছনে ভুল করে
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- শেষ বৈঠক না করে ভুলে দাড়িয়ে গেলে বা তৃতীয় রাকা‘আতে বসে গেলে সিজদাহ সাহু করা
- নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করা
- সিজদায়ে সাহু ওয়াজিব না হওয়া সত্ত্বেও সিজদা করা