নামায Fatwa Cover

ফজরের আযানের পর সুন্নাত ছাড়া অন্য কোন নফল

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

ফজরের আযানের পর সুন্নাত পড়ার পূর্বে দুখূলুল মসজিদ বা অন্য কোন নফল নামায পড়া যাবে কিনা?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সুবহে সাদিক হওয়ার পর ফজরের সুন্নাত ব্যতীত অন্য কোন নফল ও সুন্নাত পড়া মাকরূহ। সুতরাং দুখূলুল মসজিদ বা তাহিয়্যাতুল মসজিদ ইত্যাদি নফল নামায পড়াও জায়িয হবে না। তবে উক্ত সময় মসজিদে বসে যিকির-আযকার, তাসবীহ তাহলীল ও কুরআন তিলাওয়াত ইত্যাদি ইবাদত আদায় করার দ্বারাও দুখূলুল মাসজিদ নামায আদায় করার সাওয়াব পাওয়া যায়।

- والله اعلم باالصواب -

সুত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৮১
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৮
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ১৭