
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নিম্নে কয়েকটি কিতাবের নাম উল্লেখ করা হল- (১) জামে সগীর, (২) জামে কবীর, (৩) সিয়ারে সগীর, (৪) সিয়ারে কবীর, (৫) কিতাবুল আসল (মাবসূত), (৬) যিয়াদত (জাওয়াহিরুল রেওয়ায়াত, এছাড়া আরো রয়েছে নাওয়াদিরুর রেওয়ায়াত), (৭) কাফী, (৮) মাবসূতে সারাখসী, (৯) আল হাভিল কুদসী, (১০) আলহাভী লিলহাসীরী, (১১) আলহাভী লিযযাহিদী, (১২) ফাতাওয়া সিরাজিয়্যাহ, (১৩) ফাতাওয়া তাতারখানিয়া, (১৪) ফাতাওয়া কাযী খান, (১৫) মাজমাউল ফাতাওয়া, (১৬) মাফাতীহুল আসরার, (১৭) খুলাসাতুল ফাতাওয়া, (১৮) ফাতাওয়া সুগরা, (১৯)ফাতাওয়া বাযযাযিয়্যাহ, (২০) যখীরাতুল ফাতাওয়া, (২১) বিকায়া, (২২) কানযুদ দাকায়িক, (২৩) আল মুখতার লিল ফাতাওয়া, (২৪)ফাতাওয়া ওয়াল ওয়ালিজিয়্যাহ, (২৫) মাজমাঊল বাহরাইন ওয়া মুলতাকান নাহরাইন, (২৬) মুলতাকাল আবহুর, (২৭) আদদুররুল মুনতাহা, (২৮) তুহফাতুল ফুকাহা, (২৯) গুরারুল আহকাম, (৩০) দুরারুল বিহার, (৩১) তানভীরুল আবসার, (৩২) আল মুহীতুল কবীর, (৩৩) আদদুররুল মুখতার, (৩৪) রুদ্দুল মুহতার (শামী), (৩৫) ফাতাওয়া খায়রিয়্যাহ, (৩৬) মাজহারুল হাকায়িক, (৩৭) কুহিসতানী, (৩৮) কিনইয়াতুল মুনইয়াহ, (৩৯) আস সিরাজুল ওয়াহহাজ, (৪০) আল জাওহারাতুন নায়্যিরাহ, (৪১) ফাতহুল কাদীর, (৪২) আল-বাহরুর রায়িক, (৪৩) আল-বাদায়িউস সানায়ি, (৪৪) ইমদাদুল ফাতাওয়া, (৪৫) ইমদাদুল মুফতীন, (৪৬) ইমদাদুল আহকাম, (৪৭) ফাতাওয়া দারুল উলুম, (৪৮) ফাতাওয়া মাহমুদিয়্যাহ, (৪৯) আহসানুল ফাতাওয়া, (৫০) জাওয়াহিরুল ফিকাহ ইত্যাদি।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- হাদীস ও ফিক্বহের মাঝে পার্থক্য
- “যাদের বিয়ে করা জায়েজ নেই তাদের সাথে সহবাস করা জায়েজ” এমন ফাতওয়া কি হানাফী ফিক্বহের কিতাবে এসেছে
- ফিক্বহে হানাফীর ইমাম আবু হানীফা রহঃ পর্যন্ত কোন সনদ নেই তাই তা গ্রহণযোগ্য নয়
- ইমামতীর হকদার বিষয়ে ফিক্বহে হানাফীর কিতাবের ইবারতের উপর উত্থাপিত প্রশ্নের জবাব
- ফতোয়ার কার্যকারিতা
- যাকাতের টাকায় কিতাব কিনে মসজিদ-মাদ্রাসায় দেওয়া
- কুরআন ও হাদীস থেকে ইমাম আবূ হানীফা রহঃ কে অনুসরণের দলীল দিন
- শরহে বেকায়ার কিতাবে মোহর হিসেবে মদ শুকর দেয়া জায়েজ বলা হয়েছে