
প্রশ্ন
জনৈক আলেম বলেছেন, আল্লাহ তাআলা হযরত মুসা আ.-এর মাধ্যমে ফেরাউনকে নিম্নোক্ত প্রস্তাবগুলো দিয়েছিলেন : ক. ঈমান গ্রহণ করলে কিয়ামত পর্যন্ত বাদশাহী দান করবেন। খ. ঈমান গ্রহণ করলে কিয়ামত পর্যন্ত জীবন ও যৌবন দান করবেন। গ. মৃত্যুর পর জান্নাত দান করবেন। উল্লেখিত কথাগুলো সঠিক সূত্রে প্রমাণিত কি না? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হাদীস, তাফসীর ও তারীখের নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ কিতাবসমূহে আমরা এই কথা খুঁজে পাইনি। তাই নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত হওয়া ছাড়া, এটা বলা এবং বয়ান করা থেকে বিরত থাকা জরুরি।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- একটি অযৌক্তিক প্রশ্নঃ আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন
- কুরআন মজীদকে চুমু খাওয়া
- আল্লাহু আকবারের “আল্লাহ” শব্দে মদ্দের পরিমান
- আল্লাহ ব্যতীত কাউকে হাজির নাজির ও আলিমুল গায়েব মনে করা
- মেরাজে আল্লাহ তা'য়ালার দর্শন
- মুরগী জবাই করার সময় আল্লাহু আকবার বলা এবং উত্তর-দক্ষিণ দিকে দাঁড়ানো
- আশুরার দিনের তাৎপর্য, ইতিহাস ও আমল
- ফাযায়েলে সদাকাতে লিখিত রশীদ আহমদ গঙ্গুহী রহঃ এর লিখিত পত্রে কি শিরক আছে