
প্রশ্ন
হেলাল কমিটির পক্ষ থেকে রামাযান ও দুই ঈদের চাঁদ দেখার যে ঘোষণা বাংলাদেশ রেডিও ও টেলিভশন হতে দেয়া হয়, তা ইসলামে গ্রহণযোগ্য কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
বাংলাদেশে হেলাল কমিটি তো আছে এবং তার মধ্যে কতক আলেম-উলামাও আছেন। তাদের লিখিত ঘোষণাটি হুবহু রেডিওতে প্রকাশ করা উচিত। তাহলে সে সংবাদ গ্রহণ করে বাংলাদেশের সকল মুসলমানের জন্য রোযা, ঈদ করা জরুরী হবে। কিন্তু দুঃখজনক যে, রেডিওতে সহীহ নিয়ম মত প্রচার করা হয় না। গোজামিল ধরনের খবর প্রচার করা হয় যেমন বলা হয়- বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। কে দেখলো? চাঁদ প্রমাণিত হওয়ার খবরটি কাদের সিদ্ধান্ত? এসব বিষয়ের উপর কোন রকম আলোকপাত করা হয় না। হাত পা বিহীণ একটা খবর দায়সারাভাবে শুনিয়ে দেয়া হয় মাত্র। শরীয়তের দৃষ্টিতে এরুপ গোলমালে ঘোষণা গ্রহণ করে তার ভিত্তিতে রোযা বা ঈদ করা জরুরী নয়। বরং এরুপ পরিস্থিতিতে প্রত্যেক এলাকার লোক নিজেদের চাঁদ দেখার ভিত্তিতে রোযা ঈদ করতে পারে।
- والله اعلم باالصواب -
সুত্র
- বুখারী শরীফ, খন্ড: ১, পৃষ্ঠা: ২৫৬
- ফাতওয়ায়ে মাহমুদিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ১৭৯
- জাদিদ ফিকহী মাসায়িল, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৪
- আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯৯
আনুষঙ্গিক ফতোয়া
- বাংলাদেশে এনজিওদের অগ্রযাত্রার ভূমিকা
- ঈদের নামাযান্তে খুৎবা পাঠ করা অবস্থায় টাকা কালেকশন
- অবিবাহিত ব্যক্তির ইমামত, দাঁড়ি মুন্ডনকারীকে কমিটির সদস্য বানানো
- রাসূল সাঃ কে স্বপ্নে দেখা এবং কারো বিপদে কাঁদতে দেখার ব্যাখ্যা কি
- স্বপ্নে কুকুর কামড়াতে দেখলে ব্যাখ্যা কি
- পশু পাখির কোন দিকে মাথা রেখে যবেহ করতে হয়
- জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা বিষয়ে জনৈক ব্যক্তির ধৃষ্টতাসূচক অপব্যাখ্যার জবাব
- বাংলাদেশে কি জিহাদ করা ফরজ হয়ে গেছে