
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ধন-সম্পদ আল্লাহর দান। এতে মানুষের কোন অধিকার নেই। সুতরাং আপনাদের ইমাম সাহেব যদি প্রকৃতপক্ষে ইমামতীর যোগ্য হন অর্থাৎ তিনি মুত্তাকী, পরহেযগার ও দীনের জরূরী মাসআলা-মাসাইল সম্পর্কে জ্ঞাত হন, তার কিরাআত শুদ্ধ হয় তাহলে তার পিছনে ইক্তিদা করায় কোনরূপ অসুবিধা নেই। আর আর্থিক সংকটের কারণে তার স্ত্রী ও সন্তানরা তাকে হেয়প্রতিপন্ন করে এজন্য তার ইমামতীতে কোন অসুবিধা নেই। কেননা, স্বয়ং রাসূলে আকরাম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কিরামের জীবনের দিকে দৃষ্টিপাত করলে পরিলক্ষিত হয় যে, তারা দুনিয়াতে অনেক দুঃখ-কষ্টে জীবন-যাপন করেছেন। আর উক্ত ইমাম সাহেবের স্ত্রীকে একথা অবশ্যই স্মরণ রাখতে হবে যে, তার জান্নাত নির্ভর করছে তার স্বামীর সন্তুষ্টির উপর। স্বামীর সন্তুষ্টি ব্যতীত তার ইবাদত বন্দেগী কবুল হবে না। স্বামীকে কষ্ট দিলে জান্নাতের হুরগণ তার জন্য বদ দু‘আ করেন। অনুরূপভাবে সন্তানদেরকে একথা স্মরণ রাখতে হবে যে, তাদের জান্নাত নির্ভর করছে পিতার সন্তুষ্টির উপর। পিতাকে কষ্ট দিলে এর শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- মিশকাত শরীফ, খন্ড: ২, পৃষ্ঠা: ২৮১
- হিদায়াহ, খন্ড: ১, পৃষ্ঠা: ১২১
আনুষঙ্গিক ফতোয়া
- অবৈধ অর্থ দ্বারা ইমামের বেতন
- ইমামের যিম্মাদারী ও গুণাবলী
- বৃদ্ধ ইমামের ইমামতী
- প্রথম কাতারে মাসবূক থাকা অবস্থায় ইমাম সাহেবের মুসল্লিদের দিকে ফিরে বসা
- উপরের তলায় দাঁড়ানো মুসল্লিগণ যদি ইমামের সামনে দাঁড়ায় তাহলে নামায হবে কি
- মুক্তাদীদের নামাযের হিসাব ও ইমামতের নিয়ত
- ইমাম ভুলবশত তিনটি সিজদা করলে করণীয়
- সেজদায়ে তিলাওয়াত পড়ার পর রুকুতে চলে গেলে ইমাম ও মুক্তাদীদের নামাযের হুকুম কি