
প্রশ্ন
একই দিনে আমার ভাগনি ও তাদের পাশের বাড়ির একটি মেয়ের বিবাহ ঠিক হয়। যে মুরব্বি বিয়ে পড়ান তিনি একটু ভুল করেন। আমার ভাগনির বিয়ে পড়ানোর সময় ভুলে তার নাম না বলে অন্যজনের নাম বলে ফেলেন। তবে সেসময় যার নাম বলা হয় সে সামনে ছিল না; বরং আমার ভাগনি তার সামনে ছিল। তিনি তার দিকে হাত উঠিয়ে ইশারাও করেছিলেন। বিষয়টি তাকে বললে তিনি বলেন, সমস্যা নেই, বিবাহ হয়ে গেছে। তিনি আস্থাভাজন ও বিজ্ঞ হওয়ায় আমরা তাকে জোরাজুরি করিনি। পরে তিনি ২য় বার বিয়ে না পড়িয়ে অন্যজনের বিয়ে পড়াতে চলে যান। কিন্তু এখন আত্মীয়-স্বজনদের মাঝে বিষয়টি নিয়ে কানাঘুষা চলছে। তাই হুযুরের কাছে বিষয়টির সঠিক সমাধান জানতে চাচ্ছি; ঐ মুরুব্বির কথা ঠিক কি না? আমার ভাগনির বিয়ে সহীহ হয়েছে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত বক্তব্য অনুযায়ী আপনার ভাগনির নাম ভুল হলেও সে যেহেতু সামনেই উপস্থিত ছিল এবং বিবাহের প্রস্তাবের সময় তার দিকে ইশারা করা হয়েছে তাই তার বিবাহ সহীহ হয়েছে। কেননা বিবাহের মজলিসে উপস্থিত মেয়ের দিকে ইশারা করে বিবাহ পড়ানো হলে সেক্ষেত্রে নাম বলতে ভুল হয়ে গেলেও সমস্যা নেই। উপস্থিত পাত্রীর সাথেই বিবাহ সংঘঠিত হয়ে যায়। যার নাম বলা হয়েছে তার সাথে বিয়ে হয় না। সুতরাং এ বিবাহ নিয়ে আত্মীয়-স্বজনের কানাঘুষা করা বা কোনো প্রকার সংশয় প্রকাশ করা ঠিক হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুখতারাতুন নাওয়াযিল, খন্ড: ২, পৃষ্ঠা: ২৩
- ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ, খন্ড: ১, পৃষ্ঠা: ৩১৩
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৪
- ফাতহুল কাদীর, খন্ড: ৩, পৃষ্ঠা: ১০৪
- হাশিয়াতুত তাহতাবী আলাদদুর, খন্ড: ২, পৃষ্ঠা: ১২
- রদ্দুল মুহতার, খন্ড: ৩, পৃষ্ঠা: ২৬
আনুষঙ্গিক ফতোয়া
- বুখারী মুসলিম ও তিরমিজী গ্রন্থের আসল নাম কি
- আরবীতে কোম্পানীর নাম লেখা জুতা পরিধান করার হুকুম
- বাকি বিক্রির ক্ষেত্রে অধিক মূল্য নেওয়া
- ইসলাম ছাড়া অন্য কোন নামে সংগঠনের নাম রাখা শিরক
- অভিভাবকের অমতে বিয়ে করলে বিয়ে হয় না
- সহবাস ছাড়া তালাক দিলে মোহর কতটুকু
- ফীরুয নামের সঠিক উচ্চারণ
- প্রচলিত বিউটি পার্লার ও মেয়েদের সাজ-সজ্জার শরয়ী বিধান