
প্রশ্ন
আমাদের মহল্লায় একটি মকতব আছে। যেখানে সকাল বেলা কুরআন শিখানো হয় এবং পাঁচ ওয়াক্ত নামায পড়া হয়। মূলত জায়গাটা ওয়াকফ করা হয়েছে মকতবের জন্য। বর্তমানে মুসল্লিরা সেটাকে জুমআর মসজিদ করতে চায়। জুমআর মসজিদের কথা শুনে মসজিদের পূর্ব পশ্চিম পাশের জায়গার মালিক তাও ওয়াকফ করতে আগ্রহী হয়েছেন। জানার বিষয় হল, এ অবস্থায় মকতবের জায়গাসহ পুরোটার উপর কি জুমআর মসজিদ বানানো যাবে? বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী ওয়াকফকারী যেহেতু জায়গাটি মকতবের জন্য ওয়াকফ করেছে তাই সেখানে মসজিদ বানানো জায়েয হবে না; বরং ওয়াকফের শর্তানুযায়ী এ স্থান মকতব ও মাদরাসার জন্য নির্ধারিত থাকবে। মসজিদ নির্মাণের প্রয়োজন হলে পৃথক জায়গার ব্যবস্থা করে সেখানে তা বানানো যাবে। পার্শ্ববর্তী জায়গার মালিক যেহেতু মসজিদের জন্য ওয়াকফ করতে ইচ্ছুক তাই তাদের থেকে জায়গা নিয়ে সেখানে মসজিদ বানানো যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলআশবাহ ওয়ান নাযায়ের, খন্ড: ২, পৃষ্ঠা: ২২৮
- আলমুগনী, ইবনে কুদামা, খন্ড: ৮, পৃষ্ঠা: ২৩৬
- আলবাহরুর রায়েক, খন্ড: ৫, পৃষ্ঠা: ২৪৫
- রদ্দুল মুহতার, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪৩৩
আনুষঙ্গিক ফতোয়া
- মসজিদের ওয়াকফকৃত স্থানে ঈদগাহ নির্মাণ করা
- মসজিদের জন্য ওয়াকফকৃত স্থানে মাদ্রাসা করা
- গোরস্থানের জায়গায় মসজিদ নির্মাণ
- মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জমি হওয়া আবশ্যক এক মসজিদের সম্পদ আরেক মসজিদে ব্যবহারের হুকুম কি
- মসজিদের স্থানে ঈদগাহ নির্মাণ করার হুকুম কি
- কবরস্থানের জন্য ওয়কফকৃত স্থানে মসজিদ নির্মাণ করা
- কবরের উপর মসজিদ নির্মাণের হুকুম কি
- পাঞ্জেগানা মসজিদ ও সাবাহী মকতবের জায়গাসহ নতুন জায়গা মিলিয়ে জামে মসজিদ বানানো যাবে কি না?