
প্রশ্ন
গ্রাম্য জামে মসজিদের সামনে উক্ত মসজিদের ওয়াকফকৃত স্থানে ঈদগাহ নির্মাণ করা শরী‘আত সম্মত কি-না? ঈদগাহের জন্য বড় মাঠের প্রয়োজন আছে কি? কয়েকটি জামে মসজিদের মুসল্লীরা এক ঈদগাহে নামায আদায় করবে? না প্রত্যেক জামে মসজিদের মুসল্লীরা পৃথক ঈদগাহ কায়িম করবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
শরী‘আতের দৃষ্টিতে মসজিদের ওয়াকফকৃত স্থানে স্থায়ীভাবে ঈদগাহ স্থাপন করা জায়িয নয়। তবে বিশেষ অসুবিধা ক্ষেত্রে উক্ত মসজিদের ওয়াকফকৃত স্থানে ঈদের নামায আদায় করা যাবে। উল্লেখ্য যে, ঈদ ইসলামের একটি শি’আর বা প্রতীক। তাই মুসলমানদের শান-শওকত, শৌর্য-বীর্য ও সংখ্যাগরিষ্ঠতা প্রদর্শনের লক্ষ্যে ঈদের নামায মসজিদে আদায় না করে সম্মিলিভাবে বড় ময়দান তথা ঈদগাহে পড়তে শরী‘আতে নির্দেশ দেয়া হয়েছে। সেজন্য গ্রামের সকলের উচিৎ বড় একটি মাঠ ওয়াকফ করে নেয়া। প্রত্যেক মসজিদের জন্য পৃথক ঈদগাহ নির্মাণ জরুরী নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- রাদ্দুলমুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১৬৯
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ১১৯
- কাওয়ায়িদুল, পৃষ্ঠা: ৮৫
আনুষঙ্গিক ফতোয়া
- মসজিদের স্থানে ঈদগাহ নির্মাণ করার হুকুম কি
- ওয়াকফকৃত ঈদগাহ ত্যাগ করে অন্য স্থানে নামায পড়া
- মসজিদের জন্য ওয়াকফকৃত স্থানে মাদ্রাসা করা
- কবরস্থানের জন্য ওয়কফকৃত স্থানে মসজিদ নির্মাণ করা
- গোরস্থানের জায়গায় মসজিদ নির্মাণ
- মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জমি হওয়া আবশ্যক এক মসজিদের সম্পদ আরেক মসজিদে ব্যবহারের হুকুম কি
- মক্তবের জন্য ওয়াকফকৃত স্থানে মসজিদ নির্মাণ
- কবরের উপর মসজিদ নির্মাণের হুকুম কি