
প্রশ্ন
জনৈক ব্যক্তি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ইমাম সাহেবকে সিজদার আয়াত তেলাওয়াত করতে শুনেছে। এ কারণে পথচারীর উপর সিজদা ওয়াজিব হয়েছে কি? ঐ ব্যক্তি যদি নামাযে শরিক হতে চায় তখনই বা তার কী করণীয়?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ঐ ব্যক্তির উপর তিলাওয়াতে সিজদা ওয়াজিব হয়েছে। সুতরাং সে সিজদার আয়াত শোনার পর যদি জামাতে শরিক না হয় তাহলে তাকে সিজদাটি একাকী আদায় করে নিতে হবে। আর যদি জামাতে শরিক হয় এবং ইমামের সাথে তিলাওয়াতে সিজদাটি পেয়ে যায় তবে তো আদায় হয়ে গেল। যদি তিলাওয়াতের সিজদাটি না পায়, কিন্তু ঐ রাকাতের রুকু ইমামের সাথে পেয়ে যায় তাহলে তাকে তিলাওয়াতের সিজদাটি আর আদায় করতে হবে না। রাকাত পাওয়ার কারণে সিজদাও আদায় হয়ে গেছে বলে ধর্তব্য হবে। অবশ্য যদি ইমামের সাথে ঐ রাকাতের রুকু না পায় তাহলে নামাযের পর পৃথকভাবে সিজদাটি আদায় করে নিতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৩৩
- মাবসূত, সারাখসী, খন্ড: ২, পৃষ্ঠা: ১১
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৭৮৪
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৭৫
- শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ৫০০
- আননুতাফ ফিলফাতাওয়া, পৃষ্ঠা: ৭২
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- নামাযে দুই সিজদাহ করা ফরয কি-না ?
- নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করা
- সেজদার আয়াত মনে মনে পড়া
- রুকূ সিজদাহ থেকে ইমামের আগে মুক্তাদীর সোজা হয়ে যাওয়া
- সিজদায় যাওয়ার সঠিক পদ্ধতি
- মাসিক স্রাবের সময় সেজদার আয়াত শুনলে করণীয়
- রাকাত পাওয়ার জন্যে ইমামের সাথে রুকুর ন্যূনতম সময়