
প্রশ্ন
আমরা অনেককে মসজিদে বিয়ে পড়াতে দেখি। শরীয়তে কি মসজিদে বিয়ে পড়াতে উৎসাহিত করা হয়েছে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মসজিদে বিয়ে পড়ানো মুস্তাহাব। হাদীস শরীফে মসজিদে বিয়ে সম্পাদনের জন্য উৎসাহ প্রদান করা হয়েছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ইলামুস সাজিদ বিআহকামিল মাসাজিদ, পৃষ্ঠা: ৩৬০
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৩, পৃষ্ঠা: ৮
- ফাতহুল কাদীর, খন্ড: ৩, পৃষ্ঠা: ১০২
- সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ১,০৯৫
- মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস নম্বর: ১০,৪৪৮
আনুষঙ্গিক ফতোয়া
- মসজিদে মক্তব পড়ানো
- ইতিকাফ অবস্থায় হাফেজ সাহেবের অন্য মসজিদে তারাবীহ পড়ানো
- চারপাশে কবর থাকা অবস্থায় মাঝখানে নির্মিত মসজিদে নামায পড়ার হুকুম কি
- ওয়াকফকারী ব্যক্তি জুমআ আদায়ে বাঁধা দিলে জুমআ পড়ার জন্য আরেকটি মসজিদ করা যাবে কি
- মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জমি হওয়া আবশ্যক এক মসজিদের সম্পদ আরেক মসজিদে ব্যবহারের হুকুম কি
- মসজিদের স্থানে ঈদগাহ নির্মাণ করার হুকুম কি
- নতুন মসজিদের কারণে পুরাতন মসজিদ অনাবাদ হলে করণীয়
- পাঞ্জেগানা মসজিদ ও সাবাহী মকতবের জায়গাসহ নতুন জায়গা মিলিয়ে জামে মসজিদ বানানো যাবে কি না?