
প্রশ্ন
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্যের আলোচনা কি দুনিয়াবী কথাবার্তার অন্তর্ভুক্ত? মসজিদে বসে সরাসরি বা মোবাইল ফোনে ক্রয়-বিক্রয় এবং ব্যবসা-বাণিজ্যের আলোচনা করা বৈধ হবে কি না? কেউ কেউ বলেন, ব্যবসা-বাণিজ্য ইবাদতের অন্তর্ভুক্ত। তাই ইতিকাফকারী ছাড়াও অন্যদের জন্য এর আলোচনা মসজিদে করতে কোনো অসুবিধা নেই। তাদের এ কথা কতুটুক সঠিক? আসলে কি ইতেকাফকারী ব্যতীত অন্য কেউ ক্রয়-বিক্রয় এবং ব্যবসা-বণিজ্যের আলোচনা মসজিদে করতে পারবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মসজিদে ক্রয়-বিক্রয় করাকে সরাসরি হাদীস শরীফে নিষেধ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কাউকে মসজিদে বেচাকেনা করতে দেখ তাহলে তোমরা বলবে আল্লাহ যেন তোমার ব্যবসা লাভজনক না করেন।-জামে তিরমিযী ১/১৫৮ হালাল বেচাকেনা ও ব্যবসা-বাণিজ্য অবশ্যই ছওয়াবের কাজ। তবে সব ধরনের ছওয়াবের কাজের স্থান মসজিদ নয়; বরং এই হালাল ও ছওয়াবের কাজের স্থান হল বাজার। তবে শুধু ইতিকাফকারীর জন্য পণ্য মসজিদে উপস্থিত না করার শর্তে প্রয়োজনীয় লেনদেনের আলোচনার অনুমতি রয়েছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- জামে তিরমিযী, খন্ড: ১, পৃষ্ঠা: ১৫৮
- ইবনে মাজাহ, পৃষ্ঠা: ৫৪
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৪৮
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ৩০৩
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ২৮৭
- ফাতহুল কাদীর, খন্ড: ২, পৃষ্ঠা: ৩১২
আনুষঙ্গিক ফতোয়া
- মসজিদে দানকৃত পণ্য মসজিদে নিলামে বিক্রি
- নতুন মসজিদের কারণে পুরাতন মসজিদ অনাবাদ হলে করণীয়
- মসজিদের জন্য দেওয়া জায়গা ওয়ারিসদের ফিরিয়ে নেওয়া
- মসজিদের স্থানে ঈদগাহ নির্মাণ করার হুকুম কি
- সুদখোরের টাকা মসজিদ-মাদরাসার কাজে ব্যবহার
- কবরের উপর মসজিদ নির্মাণ
- মসজিদ কবরস্থান সংক্রান্ত মাসআলা
- মক্কা-মদীনার সফরে মহিলাদের মসজিদে নামায আদায়