
প্রশ্ন
আমাদের মসজিদটি প্রথমে ছোট্ট পরিসরে ছিল। এরপর বেশ কিছুদিন আগে তিন তলা করা হয়েছে। তিন তলায় ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের কামরার ব্যবস্থা করা হয়েছে। কামরাগুলো বানানোর ব্যাপারে মসজিদ ভবন নির্মাণের সময়ই সিদ্ধান্ত ছিল। উল্লেখ্য কামরা বরাবর কখনো মসজিদ ছিল না। পুকুর ছিল। প্রশ্ন হল, উল্লেখিত কামরায় ইমামের জন্য সপরিবারে থাকার ব্যবস্থা করা যাবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নের বিবরণ অনুযায়ী মসজিদ ভবন নির্মাণের সময়ই তৃতীয় তলার ঐ স্থানে যেহেতু ইমাম-মুয়াজ্জিনের কামরা বানানোর নিয়ত ছিল তাই ঐ অংশগুলো মসজিদের অন্তর্ভুক্ত হয়নি। সুতরাং সেখানে ইমাম-মুয়াজ্জিনের একাকী বা সপরিবারে বসবাস করা বৈধ হবে। তবে সপরিবারে থাকলে পূর্ণ পর্দা-পুশিদার সাথে থাকা, মেয়েলি কণ্ঠ যেন মসজিদ থেকে শোনা না যায় সেদিকে খেয়াল রাখা সর্বোপরি মসজিদের আদাবের প্রতি সজাগ দৃষ্টি রাখা জরুরি।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ৮, পৃষ্ঠা: ৮৪৪
- আলবাহরুর রায়েক, খন্ড: ৫, পৃষ্ঠা: ২৫১
- হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৩৭
- রদ্দুল মুহতার, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৫৮
- আলমুগনী, খন্ড: ৮, পৃষ্ঠা: ২২৩
- ফাতাওয়া উসমানী, খন্ড: ২, পৃষ্ঠা: ৫২৬
আনুষঙ্গিক ফতোয়া
- মসজিদের জন্য ওয়াকফকৃত স্থানে মাদ্রাসা করা
- মসজিদের জন্য ওয়াকফ করা স্থানে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করা যাবে কিনা
- মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জমি হওয়া আবশ্যক এক মসজিদের সম্পদ আরেক মসজিদে ব্যবহারের হুকুম কি
- বন্ধকী জমি মসজিদের জন্য ওয়াকফ করা
- মসজিদের জন্য দেওয়া জায়গা ওয়ারিসদের ফিরিয়ে নেওয়া
- মসজিদ স্থানান্তর সংক্রান্ত মাসআলা
- নতুন মসজিদের কারণে পুরাতন মসজিদ অনাবাদ হলে করণীয়
- মসজিদের জন্য জমি ওয়াকফ করা