
প্রশ্ন
বাড়ির মহিলা মানুষ মারা গেলে সবাই কি ঐ লাশকে দেখতে পারবে? আমাদের এলাকায় নারী-পুরুষ নির্বিশেষে সবাই উক্ত লাশ দেখে।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জীবিত অবস্থায় যাকে দেখা নাজায়েয মৃত্যুর পরও তাকে দেখা না জায়েয। অতএব কোনো মহিলা মারা গেলে নারী-পুরুষ নির্বিশেষ তাকে দেখার প্রথাটি শরীয়ত পরিপন্থী। এক্ষেত্রে শুধু তার ঐ আত্মীয়রাই দেখতে পারবে। যাদের সাথে তার পর্দা করা জরুরি নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৬৩
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৯০
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩২৯
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩৭১
আনুষঙ্গিক ফতোয়া
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- আমি কাকে ছেড়ে থাকব আমার মা বাবাকে নাকি আমার স্ত্রী কে
- সহবাস ছাড়া তালাক দিলে মোহর কতটুকু
- সৎ মাকে যাকাত দেওয়া যাবে কি না?
- কাকে এবং কোন আত্মীয়কে যাকাত দেয়া যাবে ও যাবে না
- ছেলের স্ত্রীকে স্পর্শ করার দ্বারা কি স্ত্রীটি ছেলের জন্য হারাম হয়ে যায়
- “যাদের বিয়ে করা জায়েজ নেই তাদের সাথে সহবাস করা জায়েজ” এমন ফাতওয়া কি হানাফী ফিক্বহের কিতাবে এসেছে