
মাদরাসার জন্য কালেকশনকারীকে কালেকশনকৃত অর্থ থেকে বেতন দেয়া যাবে কি
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•মসজিদ-মাদ্রাসার বিধান•
প্রশ্ন
মাদ্রাসার কালেকশান করে সেই টাকা দিয়ে বেতন নেওয়া জায়েজ আছে কিনা? বা কোন মোহতামিমের জন্য কি সেই টাকা দিয়ে বেতন দেয়া বৈধ হবে কিনা?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যদি মাদরাসা কর্তৃপক্ষ কাউকে কালেক্টর নিয়োগ করে। যার কাজ হল মাদরাসার জন্য টাকা কালেকশন করে দেয়া। তাহলে উক্ত কালেক্টরের জন্য বেতন নেয়া সম্পূর্ণ জায়েজ। কালেকশনকৃত সম্পদ দুই ধরণের। যথা- ১. যাকাত ও ওয়াজিব সদকা ২. নফল অনুদান মাদরাসা কর্তৃপক্ষ নির্ধারিত কালেক্টর যদি যাকাত কালেকশন করে নিয়ে আসে, তাহলে উক্ত যাকাতের টাকা থেকে তাকে বেতন দেয়া জায়েজ হবে না। কারণ যাকাতের টাকা কেবলি গরীবের হক। যাকাতের টাকা পারিশ্রমিক হিসেবে প্রদান করা বৈধ নয়। কিন্তু তাকে জেনারেল ফান্ড থেকে বেতন দেয়া যাবে যাকাত কালেকশন করার কারণে। আর যদি কালেক্টর নফল অনুদান কালেক্ট করে, তাহলে উক্ত অনুদান থেকে কর্তৃপক্ষ তাকে বেতন প্রদান করতে পারে।
- والله اعلم باالصواب -
সুত্র
- رد المحتار, খন্ড: ৩, পৃষ্ঠা: ২৯১
আনুষঙ্গিক ফতোয়া
- এক মাদরাসার জন্য ওয়াকফকৃত জমি আরেক মাদরাসাকে দেয়া যাবে কি
- লিল্লাহ বোর্ডিং-এর জন্য সদকা, ফিতরা ও কুরবানীর চামড়ার টাকা তুলে শিক্ষকদের বেতন দেয়া
- মসজিদের অতিরিক্ত অর্থ দ্বারা কী করা যাবে?
- অবৈধ অর্থ দ্বারা ইমামের বেতন
- কুরবানীর চামড়া গরীবদের দেয়া উত্তম নাকি মাদরাসার গরীব ছাত্রদের দেয়া উত্তম
- অনুপস্থিতির কারণে বেতন কেটে রাখা
- কওমী মাদরাসায় যাকাত প্রদান করলে যাকাত আদায় হয় না
- মসজিদের জন্য ওয়াকফকৃত স্থানে মাদ্রাসা করা