
প্রশ্ন
আমাদের কুরআন শরিফের সুরা বাকারহ, আয়াত ২৭৫ অনুসারে সুদ খাওয়া হারাম। আমার কথা হলো আমারা যখন টাকা জমা রাখি ব্যাংকে তখন অনেক লম্বা সময়ই এর জন্য রাখি, ১/২ বছর এর উপরে। Time Value of Money (TVM) নিয়ম অনুসার এ আজকের ১ টাকার মান পরের বছর এর ১ টাকার সমান নই। আজকে যদি আমি ব্যাংক এ ১০,০০০ টাকা রাখি এবং ৮% হারে সুদ নেই তাহলে বছর শেষ এ আমার মোট টাকার পরিমাণ হবে ১০,৮০০ টাকা। যেখানে আমাদের দেশের আসল মুদ্রাস্ফীতি হার হল ৯.১৪%, সরকারি হিসেবে ৭.৩৫%। তার মানে আমি যদি মুদ্রাস্ফীতির হার ৯.১৪% করে ধরি তাহলে ১ বছর শেষ এ আমার ১০,০০০ টাকার মূল্য হবে ৯,০৮৬ টাকা এবং যদি ৮% করে সুদ নেই ব্যাংক থেকে তাহলে তার আসল মূল্য ১ বছর পরে হবে ৯,৮৬০ টাকা। আমি ১০,০০০ টাকার পরিবর্তে পাচ্ছি ৯,৮৮৬ টাকা। ১০,০০০x(৯.১৪-৮)%= ১৪০ ১০,০০০-১৪০= ৯,৮৬০ তাহলে আমাকে বলেন ব্যাংক থেকে সুদ্ব খাওয়া হারাম কেমন করে হই? (বেশ কিছুদিন আগে আমাকে একজন এই প্রশ্ন করেছিলো)
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার বিধান
- সুদি ব্যাংকে ব্যাংকিং
- সূদী ব্যাংকে চাকরী করার বিধান কি
- ক্বিরান ও তামাত্তুকারীদের কুরবানী ব্যাংকের মাধ্যমে করা
- ব্যাংকে ইন্টার্নশিপ করার হুকুম কি
- আযানের জবাব দেওয়া
- সূদী ব্যাংকে চাকুরীজীবির বাসায় খানা খাওয়ার হুকুম কি
- সুদী ব্যাংকে বা ইন্সুরেন্সে চাকুরীরত ব্যক্তির সাথে কুরবানী