
প্রশ্ন
১২ই যিলহজ্জ তারিখ দিবাগত রাতে মক্কা থেকে যিয়ারত শেষে মেয়েরা কংকর মারতে গেলে কংকর মেরে মক্কায় চলে আসবে, না-কি মিনায় রাত্রি যাপন করবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মিনায় রাত্রি যাপন করে ১৩ই যিলহজ্জ তারিখে কংকর মেরে মক্কায় ফেরা উত্তম।
- والله اعلم باالصواب -
সুত্র
- মাআরিফুল কুরআন, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৯১
আনুষঙ্গিক ফতোয়া
- কংকর নিক্ষেপ করে ১২ই যিলহজ্জ মক্কা প্রত্যাবর্তন
- কুরবানীর জন্তু তিন দিনের মধ্যে কুরবানী না করা
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- চার মাযহাব একসাথে সঠিক কিভাবে হয়
- তামাত্তু করার বিধান
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- হানাফী মাযহাব কি হানীফা নামের একটি মেয়ের দিকে নিসবত করা মাযহাব
- মক্কা-মদীনার সফরে মহিলাদের মসজিদে নামায আদায়