
যাকাত ও সদকায়ে ফিতিরের টাকা আত্মীয়দের বা মসজিদ নির্মাণে প্রদান করার বিধান
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•যাকাত-ফিতরা•
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
গরীব মিসকিন ছাড়া গরীব আত্মীয় বলতে কী বুঝাচ্ছেন? তা পরিস্কার নয়। মনে হচ্ছে, অপরিচিত বা দূরের গরীব মিসকিনদের না দিয়ে আত্মীয় স্বজনদের মাঝে যারা গরীব তাদের সদকায়ে ফিতির দেয়া যাবে কিনা? এটি প্রশ্ন করতে চাচ্ছেন। আর দ্বিতীয় প্রশ্নে হল, ফিতরার টাকা মাদরাসা নির্মাণে ব্যয় করা যাবে কি না? উত্তর হল, যাদের সদকা দেয়া যাবে না, এমন আত্মীয় না হলে যেকোন গরীব লোককেই সদকায়ে ফিতর প্রদান করা যায়। এক্ষেত্রে গরীব আত্মীয় স্বজনরাই প্রাপ্যতার ক্ষেত্রে অগ্রগণ্য। এতে করে ফিতরাও আদায় হচ্ছে, আবার আত্মীয়তার হকও আদায় হবে। আর সদকায়ে ফিতিরসহ কোন ওয়াজিব সদকার টাকায় মাদরাসা মসজিদ নির্মাণে ব্যবহার করা জায়েজ নয়। বরং তা গরীব দুঃখী ও নির্ধারিত খাতেই ব্যয় করতে হবে। মাদরাসা মসজিদ নির্মাণ যাকাত ও সদকায়ে ফিতিরের টাকা দিয়ে করা জায়েজ নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- طحطاوى على مراقى الفلاح, পৃষ্ঠা: ৫৯৪
- رد المحتار, খন্ড: ৩, পৃষ্ঠা: ২৯৩
- رد المحتار, খন্ড: ২, পৃষ্ঠা: ২৯১
আনুষঙ্গিক ফতোয়া
- কওমী মাদরাসায় যাকাত প্রদান করলে যাকাত আদায় হয় না
- মসজিদের স্থানে ঈদগাহ নির্মাণ করার হুকুম কি
- কবরের উপর মসজিদ নির্মাণের হুকুম কি
- টাকা দিয়ে সদকায়ে ফিতির আদায় করলে আদায় হবে না
- মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জমি হওয়া আবশ্যক এক মসজিদের সম্পদ আরেক মসজিদে ব্যবহারের হুকুম কি
- কাকে এবং কোন আত্মীয়কে যাকাত দেয়া যাবে ও যাবে না
- নামাজ রোজার ফিদিয়ার টাকা মসজিদ নির্মাণে ব্যবহার
- চাল দিয়ে সদকায়ে ফিত্র আদায়