
প্রশ্ন
যুহরের নামাযের শেষ ওয়াক্ত ও আসরের নামাযের শুরু ওয়াক্ত আমরা কিভাবে নির্ধারণ করতে পারি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি বস্তুর ছায়ায়ে আসলী (অর্থাৎ ঠিক দুপুরের সময় প্রত্যেক বস্তুর নিজস্ব ছায়া) ব্যতীত ২ মিছল (দ্বিগুন পরিমাণ) হওয়া পর্যন্ত যুহর নামাযের সময় বাকী থাকে। এরপর থেকেই আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। এছাড়া নামাযের সময়সূচী বিষয়ক স্থায়ী ক্যালেন্ডার দেখেও উক্ত দুই নামাযের সময় জানতে পারেন। তা আমাদের দেশের সর্বত্রই পাওয়া যায়।
- والله اعلم باالصواب -
সুত্র
- হিদায়াহ, খন্ড: ১, পৃষ্ঠা: ৮১
- শরহে বিকায়াহ, খন্ড: ১, পৃষ্ঠা: ১২৮
আনুষঙ্গিক ফতোয়া
- আরাফাতের ময়দানে যুহর ও আসর নামায পড়ার নিয়ম
- নামাযের ওয়াক্ত শুরু হওয়ার পর হায়েয শুরু হলে ঐ ওয়াক্তের কাযা আদায়
- যোহর ও আসরের নামাযের কাযা আদায়ে ধারাবাহিকতা
- ফরজ এবং নফল নামাযের সময়
- নিঃশব্দ কিরা‘আতের স্থলে স্বশব্দে আর স্বশব্দের স্থলে নিঃশব্দে কিরা‘আত পড়া
- কুরআন দ্বারা কি পাঁচ ওয়াক্ত নামায প্রমাণিত নয়
- গাড়িতে থাকার কারণে দুই ওয়াক্ত নামাজ এক সাথে আদায় করা যাবে কি না।
- ভুলে কাযা নামায না পড়ে ওয়াক্তিয়া পড়লে