
যে ব্যক্তি নামাযের জন্য রওনা হল সে যেন হজের এহরাম বেধে কাবার দিকে রওনা হল” এটি কি হাদীসের বক্তব্য
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•নামায•
প্রশ্ন
যে ব্যক্তি নামাযের জন্য রওনা হল সে যেন হজের এহরাম বেধে কাবার দিকে রওনা হল। উপরোক্ত কথাটি কি হাদীস?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, এটি হাদীস। عن أبى أمامة أن رسول الله -صلى الله عليه وسلم- قال « من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم হযরত উমামা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি নিজের ঘর থেকে উত্তমরূপে অজু করে ফরজ নামাযের উদ্দেশ্যে বের হয়, সে এহরাম বেঁধে হজ্জে গমণকারী ব্যক্তির ন্যয় সওয়াব লাভ করে। সুনানে আবু দাউদ, হাদীস নং-৫৫৮, আল মুজামুল কাবীর, হাদীস নং-৭৭৩৪, আলমুজামুল আওসাত, হাদীস নং-৩২৬২, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৪৬৮৯, মুসনাদে আহমাদ, হাদীস নং-২২৩০৪।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- বদলী হজ্বের উদ্দেশ্যে ইহরাম বেঁধে মক্কায় যাওয়ার পর হজে তামাত্তু করা
- “যদি আলী না থাকতো তাহলে উমর ধ্বংস হয়ে যেত” একথার মানে কি
- যে ব্যক্তি রামাদান মাসে দশদিন ইতিকাফ করবে তার জন্য দুটি হজ্জ এবং দুটি উমরাহ করার সমতূল্য হয়ে যাবে” মর্মের হাদীসটি কি জাল
- মুসাফাহা কয় হাতে করবে এক হাতে না দুই হাতে
- এক মুহরিম ব্যক্তি অপর মুহরিম ব্যক্তির চুল কাটতে পারবে কি না
- মাজার সংক্রান্ত ফতোয়া
- “নবীকে সৃষ্টি করা না হলে কোন কিছুই সৃষ্টি হতো না” মর্মের বক্তব্যটি কি হাদীস
- ইহরাম বাঁধার পর উমরায় যেতে না পারলে ইহরাম থেকে মুক্তি পাওয়ার উপায়