
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
রুকু সিজদায় কমপক্ষে তিনবার তাসবীহ পড়া সুন্নত। ইচ্ছাকৃত তিনবারের কম তাসবীহ পড়া সুন্নত পরিপন্থী। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে নিকৃষ্ট চোর ঐ ব্যক্তি, যে নামাযে চুরি করে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, নামাযে কীভাবে চুরি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাযের রুকু, সিজদা ঠিকভাবে আদায় না করা(ই হচ্ছে নামায চুরি করা)। (মুসনাদে আহমদ ৩/৫৬) সুতরাং একাকী নামাযে এবং জামাতে উভয় ক্ষেত্রে অন্ততঃ তিনবার তাসবীহ পড়বে। তবে তিনবার পড়ার পূর্বেই যদি ইমাম উঠে যান তাহলে ইমামের অনুসরণের জন্য মুক্তাদীও উঠে যাবে। কারণ ইমামের অনুসরণ করা অধিক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ইমামের সাথে যতবার তাসবীহ পড়া যায় তাই যথেষ্ট। তিনবার পুরো করা লাগবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসনাদে আহমদ, খন্ড: ৩, পৃষ্ঠা: ৫৬
- শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ২৮২
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৭৪
- আদ্দুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৯৪
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ১১৫
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৫৪
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৯০
- আদ্দুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৯৫
আনুষঙ্গিক ফতোয়া
- রুকু-সিজদায় তিনবারের চেয়ে কম তাসবীহ পড়া
- রুকূ সিজদায় তিনবারের অধিক তাসবীহ্ পড়া
- রুকু, সিজদার মধ্যে তিন তাসবীহ পড়া
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- সালাতুত তাসবীহ আদায়ের নিয়ম
- নবাগত মুক্তাদী রুকূতে যাওয়ার সাথে সাথেই ইমাম রুকূ হতে উঠে গেলে
- প্রথম সেজদায় পাঁচবার আর দ্বিতীয় সেজদায় ব্যাতিক্রম তাসবীহ পড়লে নামাযে কোন সমস্যা হয় কি
- জামাতে শরিক হলেই ইমাম রুকু থেকে উঠে গেলে করণীয়