
প্রশ্ন
ক. যদি কেউ নামাযে আখেরী বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে যায় এবং সিজদা করার পূর্ব মুহুর্তে স্মরণে আসায় বসে সাহু সিজদা করে তাহলে তার নামায হবে কি-না? খ. জামা‘আতে ইমাম সাহেব তৃতীয় রাকা‘আতে বসে যায়, মুক্তাদীর লোকমা দেওয়ার কারণে ৪র্থ রাকা‘আতের জন্য দাঁড়িয়ে গেলে সাহু সিজদা ওয়াজিব হবে কি-না? গ. অনাবশ্যক সিজদায়ে সাহু করলে নামাযে কোন ত্রুটি হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ক. বর্ণিত অবস্থায় নামায হয়ে যাবে। তবে তাশাহহুদ তথা আত্তাহিয়্যাতু পড়ে তার পর ডান দিকে সালাম দিয়ে সিজদায়ে সাহু করতে হবে। তারপর আবার আত্তাহিয়্যাতু, দরূদ শরীফ এবং দু‘আয়ে মাসূরা পড়ে সালাম ফিরাতে হবে। খ. চার রাকা‘আত বিশিষ্ট নামাযে ইমাম তৃতীয় রাকা‘আতে ভুলে তিন তাসবীহ্ পরিমাণ সময় বসে থাকলে সিজদায়ে সাহু দিতে হবে। আর যদি তার চেয়ে কম সময় বসে থাকে তা হলে সিজদায়ে সাহু দিতে হবে না। গ. প্রয়োজন ছাড়া ইচ্ছাকৃতভাবে সিজদায়ে সাহু করা মাকরূহ। তবে কোন ভুল হওয়ায় সেক্ষেত্রে সিজদায়ে সাহু আসে কি-না তা সঠিকভাবে জানা না থাকলে সতর্কতা হিসেবে সাহু সিজদাহ্ করা যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- হালবী কাবীর, পৃষ্ঠা: ৪৬২
- দারুল উলূম, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪১৫
- ফিকহী মাকালাত, খন্ড: ২, পৃষ্ঠা: ৩১
আনুষঙ্গিক ফতোয়া
- প্রথম বৈঠক না করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আবার বসে যাওয়া
- নামাযে দুই সিজদাহ করা ফরয কি-না ?
- তারাবীর নামাযে দ্বিতীয় রাকাতের পর দাঁড়িয়ে গেলে করনীয়
- ইমামের সাথে এক রাকা‘আত পেয়ে অবশিষ্ট নামাযের প্রথম রাকা‘আতে না বসলে
- তারাবীহের নামাযে প্রথম বৈঠকে না বসে এক সাথে চার রাকাত পড়ে ফেললে কি করণীয়
- মুসাফিরের নামাযে ভুলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে করণীয়
- চার রাকাত বিশিষ্ট নামাযে প্রথম বৈঠক ছুটে গেলে করনীয়
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা