
প্রশ্ন
শুনেছি, হাদীসে নাকি আছে, শেষ যমানায় দালান-কোঠা, সম্পদ হবে গরীবদের। জানতে চাই, এটি হাদীস কি না? হাদীস হলে কোন কিতাবের হাদীস?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, এ ধরনের কথা সহীহ হাদীসে আছে। আবু হুরাইরা রা. বলেন, (কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের একটি আলামত হল, বকরীর রাখালরা বড় বড় অট্টালিকা নিয়ে গর্ব করবে। (সহীহ বুখারী ১/১২; সহীহ মুসলিম ১/২৯) উক্ত হাদীসের মর্ম হল, সমাজে তখন বড় ধরনের পরিবর্তন হবে। মূর্খ ও নিম্ন শ্রেণীর লোকেরা নেতৃত্বের আসনে সমাসীন হবে। দরিদ্র লোকেরা বড় বড় দালান-কোঠার মালিক হবে এবং এসব নিয়ে গৌরব করতে থাকবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- উমদাতুল কারী, খন্ড: ১, পৃষ্ঠা: ২৮৯
- তরজুমানুস সুন্নাহ, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৬৬
আনুষঙ্গিক ফতোয়া
- সম্পদের একবছর অতিবাহিত হওয়ার আগে চুরি গেলে তার উপর যাকাত
- কুরবানীর চামড়া গরীবদের দেয়া উত্তম নাকি মাদরাসার গরীব ছাত্রদের দেয়া উত্তম
- যে ব্যক্তি যিকির করতে করতে নিজ জিহবা তরতাজা রাখবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে” এ বক্তব্যটি হাদীস কি না
- সম্পদের আধিক্যের কারনে অনুমান করে যাকাত দেওয়া
- মিরাস সম্পর্কিত বেশ কয়েকটি মাসআলা এবং বন্টনের মূলনীতি প্রসঙ্গে
- তাবলীগ জামাত ইসলাম ধর্মে একটি নতুন বিদআত
- কোন ধরণের সম্পদের উপর কুরবানী ওয়াজিব, কুরবানীর দিনসমূহে নেসাবের মালিকের হাতে টাকা না থাকলে করণীয় কী
- জাল হাদীসের হুকুম এবং হাদীস গ্রন্থের উপর শায়েখ আলবানীর ঔদ্ধত্বপূর্ণ হস্তক্ষেপ