
প্রশ্ন
আমরা জানি, সফরে ৪৮ মাইল বা ৭৮ কিলোমিটার দূরত্ব অতিক্রমের নিয়তে নিজ আবাদী ত্যাগ করার পর থেকে সফরের আহকাম শুরু হয়। প্রশ্ন হল, নিজ গ্রাম বা শহরের বাড়ি-ঘর যদি অনেক দূর পর্যন্ত লাগালাগি থাকে তাহলে সফরের আহকাম প্রযোজ্য হওয়ার জন্য কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? আবাদী অতিক্রম করার অর্থ কী?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আবাদী অতিক্রমের অর্থ হল, নিজ গ্রাম বা শহর সম্পূর্ণরূপে অতিক্রম করা। নিজ গ্রাম বা শহরের ঘর-বাড়ি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হলে সেগুলোও অতিক্রম করতে হবে। এর আগে সফরের হুকুম কার্যকর হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- মাজমাউয যাওয়াইদ, খন্ড: ১, পৃষ্ঠা: ২০৪
- ইলাউস সুনান, খন্ড: ৭, পৃষ্ঠা: ৩১০
- কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনা, খন্ড: ১, পৃষ্ঠা: ১২১
- শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৫৩৬
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ১২৮
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৮৭
আনুষঙ্গিক ফতোয়া
- সফরের কারনে রোজা না রাখা
- ফজরের পর ফজরের নামাযের সুন্নাত আদায়
- ফরজ এবং নফল নামাযের সময়
- নামাযের ওয়াক্ত শুরু হওয়ার পর হায়েয শুরু হলে ঐ ওয়াক্তের কাযা আদায়
- ইকামতের সময় হাত বেধে রাখা
- সফরে সুন্নত পড়ার আবশ্যকতা
- সূর্য ডুবে গেছে ভেবে ইফতার করে ফেললে করণীয়
- সফরের সময় যদি দূরত্ব নিয়ে সন্দেহ থাকে তবে কসর নামায পড়া কী ঠিক হবে