
প্রশ্ন
একবার আমার নামাযে ভুল হয়েছিল, যার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। সাহু সিজদা দিতে ভুলে গিয়েছিলাম। স্মরণ হয়েছে দুআ মাছুরা পড়ার পর। ঐ সময় আমি একদিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা আদায় করেছি। এরপর যথানিয়মে নামায শেষ করেছি। এখন আমি জানতে চাই, ঐ সময় সাহু সিজদা করাতে নামাযের কোনো সমস্যা হয়েছে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না, সমস্যা হয়নি। আপনার নামায আদায় হয়ে গেছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- কিতাবুল আছল, খন্ড: ১, পৃষ্ঠা: ২৩৩
- বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ৪০৩
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৯১
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযে দুই সিজদাহ করা ফরয কি-না ?
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- ঈদের নামাযে সিজদাহ সাহু করা
- সিজদার মাঝে উভয় পা খাড়া রাখা
- নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করা
- মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ইমাম সাহেব থেকে সিজদার আয়াত শোনা
- মাসিক স্রাবের সময় সেজদার আয়াত শুনলে করণীয়
- সালাম ফিরানোর পর রাকা‘আত বা কুনূতের ব্যপারে সন্দেহ হলে