
প্রশ্ন
কিছুদিন হল আমি নামায শুরু করেছি। আমি নামাযে এভাবে সিজদা করি যে, বাহুর সাথে পাঁজর এবং উরুর সাথে পেট মিলিয়ে রাখি। কিন্তু একজন মাওলানা সাহেব বললেন, সিজদার মধ্যে বাহু পাঁজর থেকে এবং পেট উরু থেকে পৃথক রাখতে হবে। এখন জানতে চাই, মাওলানা সাহেবের কথা কতটুকু সঠিক?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মাওলানা সাহেব যথার্থই বলেছেন। পুরুষের জন্য সিজদার মধ্যে বাহুকে পাঁজর থেকে এবং পেটকে উরু থেকে পৃথক রাখা সুন্নত। হযরত মায়মুনা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন তাঁর উভয় বাহুকে পৃথক রাখতেন, এমনকি যদি কোনো ছাগলছানা তাঁর বাহুর নিচ দিয়ে গমন করার ইচ্ছা করত তাও সম্ভব হত।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৭৫
- মাবসূত, খন্ড: ১, পৃষ্ঠা: ২২
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ১২৬
- ফাতহুল কাদীর, খন্ড: ২, পৃষ্ঠা: ২৬৬
- সুনানে আবু দাউদ, হাদীস নম্বর: ৮৯৪
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযে দুই সিজদাহ করা ফরয কি-না ?
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- সিজদার মাঝে উভয় পা খাড়া রাখা
- নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করা
- একাধিক সিজদায়ে তিলাওয়াত আদায় করার উত্তম নিয়ম
- সিজদারত অবস্থায় মাটি থেকে পা উঠে যাওয়া
- রোযা রেখে জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করলে স্বামী স্ত্রীর রোযার বিধান কী
- ইমামের সাথে এক রাকা‘আত পেয়ে অবশিষ্ট নামাযের প্রথম রাকা‘আতে না বসলে