
প্রশ্ন
সিজদায় যাওয়ার সঠিক পদ্ধতি কি ? অনেকে বলেন, হাঁটুতে ভর করে সিজাদাতে যাওয়ায় দু’টো রুকু হয়ে যায়। এ কথাটি কি ঠিক ?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সিজদায় যাওয়ার সঠিক পদ্ধতি হল নিজের সিনা সম্পূর্ণ সোজা রেখে প্রথমে দু’হাঁটু জমিনের উপর রাখবে। দু’হাঁটু জমিনে রাখার পর সীনা ঝুকিয়ে দুই হাতের তালু জমিনে রাখবে। অতঃপর নাক, এরপরে কপাল রাখবে। হাঁটুতে ভর করতে গিয়ে যদি বিনা ওযরে সীনা সামনের দিকে ঝুঁকে যায়, তাহলে তার দ্বারা দ্বিতীয় আরেকটি রুকু হয়ে যায়, যদ্বারা নামায মাকরূহে তাহরীমী হয়ে যায়। অতএব আপনি যা শুনেছেন, তা ঠিক। এজন্য অনেকে বলেছেন যে, হাঁটুতে হাত না রেখে যাওয়া ভাল। কারণ, তাতে এক রাকা‘আতে দুই রুকূ হওয়ার সম্ভাবনা থাকে না। তবে কেউ যদি হাঁটুতে হাত দিয়ে সীনা না ঝুঁকিয়ে সিজদায় যায়, তাহলে কোন অসুবিধা নেই। মোদ্দাকথা, সিজদায় যাওয়ার সময় হাত কোথায় থাকবে, তার স্পষ্ট কোন বর্ণনা হাদীসে নেই। সুতরাং হাঁটুতে হাত দিয়ে বা না দিয়ে উভয় ভাবে সিজদায় যেতে পারবে। কিন্তু সীনা সোজা রেখে যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৯৭
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৩
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযে দুই সিজদাহ করা ফরয কি-না ?
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ইমাম সাহেব থেকে সিজদার আয়াত শোনা
- সিজদা করার সঠিক নিয়ম
- নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করা
- সূরায়ে সোয়াদ-এ সিজদাহ
- একাধিক সিজদায়ে তিলাওয়াত আদায় করার উত্তম নিয়ম
- একাধিক তিলাওয়াতে সিজদাহ বিলম্বে একসাথে আদায় করা