
প্রশ্ন
বিবির সাথে যদি ইস্কাইপে বা মোবাইলে সেক্স করা হয় তা হলে কি গুনা হবে। আর হস্তমৈথুনের শাস্তি কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মোবাইল সেক্স বলতে কি বুঝাচ্ছেন তা আমাদের বোধগম্য নয়। বাকি স্ত্রীর সাথে খুনসুটি করা, হাসি তামাশা ইত্যাদি করার শুধু জায়েজই নয়। ক্ষেত্র বিশেষে সওয়াবেরও কাজ। তবে হস্তমৈথুন করা জায়েজ নয়। এটি নিষিদ্ধ কাজ। এর দ্বারা অযথা নিজের শারিরিক ক্ষতি করা হয়। তবে যদি কারো নিশ্চিত জিনা করার সম্ভাবনা থাকে, তাহলে হস্তমৈথুনের অনুমতি আছে। বড় হারাম থেকে বাঁচতে ছোট হারাম করা বৈধ হয়ে যায় মর্মের মূলনীতির ভিত্তিতে। কিন্তু যদি নিশ্চিত জিনা করার সম্ভাবনা না থাকে, তাহলে এমনিতে এ কাজ করা বৈধ নয়। মাকরূহে তাহরীমি। হাদীসে হস্তমৈথুনকারীর উপর আল্লাহ তাআলা, ফেরেশতা এবং সমস্ত মানুষের অভিশাপ রয়েছে মর্মে ধমকী দেয়া হয়েছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতওয়ায়ে শামী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৭১
- আল বাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৭৫
- ফাতহুল কাদীর, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৩৪
- رد المحتار, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৭১
- কানযুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল, হাদীস নম্বর: ৪৪,০৫৭
আনুষঙ্গিক ফতোয়া
- “নবীকে সৃষ্টি করা না হলে কোন কিছুই সৃষ্টি হতো না” মর্মের বক্তব্যটি কি হাদীস
- তওবা করার পরও কি আখেরাতে শাস্তি হবে
- আল্লাহ তাআলা প্রথমে কী সৃষ্টি করেছেন
- একটি অযৌক্তিক প্রশ্নঃ আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন
- কবরের উপর রাস্তা করা
- গর্হিত আকিদা পোষণকারীর পিছণে ইক্তিদা
- বাতিল প্রতিরোধের সহজ উপায়
- আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী হবে