
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হারাম উপার্জনকারী এবং হারাম ও হালালের মাঝে সংমিশ্রিত উপর্জনকারীর বাড়িতে দাওয়াত খাওয়ার কয়েকটি সূরত হতে পারে। যথা- ১. হারাম উপার্জনকারীর পূর্ণ রোজগারই হারাম। আর লোকটি তার হারাম টাকা দিয়েই দাওয়াত খাওয়াচ্ছে। ২. লোকটির উপার্জন হালাল ও হারামের মাঝে সংমিশ্রিত। এ দুটি উপার্জিত অর্থ এমনভাবে সংমিশ্রিত যে, একটি অন্যটি থেকে পৃথক নয়। তবে এর মাঝে হারাম উপার্জন বেশি। আর লোকটি মিশ্রিত সে সম্পদ দিয়ে দাওয়াত খাওয়াচ্ছে। ৩. দাওয়াতকারীর হালাল উপার্জনও আছে, আবার হারাম উপার্জনও আছে। এ দুটি উপার্জিত অর্থ এমনভাবে সংমিশ্রিত যে, একটি অন্যটি থেকে পৃথক নয়। তবে তার হারাম উপার্জন কম। হালাল উপার্জন বেশি। আর লোকটি এ মিশ্রিত সম্পদ দিয়ে দাওয়াত খাওয়াচ্ছে। ৪. হারাম উপার্জনকারী হারাম উপার্জন দিয়ে দাওয়াত খাওয়াচ্ছে না। বরং কারো থেকে হালাল টাকা ধার করে দাওয়াত খাওয়ায়। প্রথমোক্ত দুই সূরতে উক্ত ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ নয়। আর তৃতীয় সুরতে উক্ত ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ হলেও না খাওয়া উত্তম। আর চতুর্থ সুরতে উক্ত ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ আছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- الفتاوى الهندية, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩৪২
- رد المحتار, খন্ড: ৬, পৃষ্ঠা: ২৪৭
আনুষঙ্গিক ফতোয়া
- ইমামের জন্য নামাযী-বেনামাযী সকলের ঘরে খাওয়া ও বেতন নেয়া
- দেওবন্দী উলামায়ে কেরামের কাছে সকল প্রকার কাক খাওয়া জায়েজ
- মৃত্যুর পর ধুমধাম করে খাওয়া-দাওয়ার অনুষ্ঠান করা
- হালাল পশুর কোন কোন অঙ্গ খাওয়া জায়েজ
- হারাম টাকা উপার্জনকারীর সাথে কুরবানী দেয়ার হুকুম কি
- ইফতার মাহফিলে বিধর্মীকে দাওয়াত দেয়া এবং বিধর্মীর চাঁদা নেয়ার হুকুম
- ইফতার মাহফিলে অমুসলিমকে দাওয়াত দেয়া সন্দেহযুক্ত টাকা থেকে চাঁদা নেয়ার হুকুম কি
- গরুর নাড়িভুরি খাওয়ার হুকুম কি হালাল প্রাণীর কোন অঙ্গ খাওয়া নিষেধ