
প্রশ্ন
আমি ঢাকায় চাকরি করি। আমার বাড়ি সিলেট। এক মাস পর পর ৪/৫ দিনের ছুটিতে বাড়ি যাই। ছুটির মধ্যে কখনো ১/২ দিনের জন্য জরুরি কাজে চাকুরিস্থলে আসতে হয়। জানার বিষয় হল, দু’ একদিনের জন্য চাকরিস্থলে এলে আমি মুকিমের নামায পড়ব না মুসাফিরের?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে চাকরিস্থল ঢাকায় দু’ একদিনের জন্য এলেও আপনি মুকিম গণ্য হবেন। তাই কসর নয়, পুরা নামাযই পড়তে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ৫৪৪
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ১৩৬
- ইমদাদুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৭২৩
আনুষঙ্গিক ফতোয়া
- চাকুরীস্থল থেকে নিজ বাড়ীতে গেলে জামা‘আতের সহিত কসর আদায়ের নিয়ম
- কবরের উপর মসজিদ নির্মাণের হুকুম কি
- মাহরাম কাকে বলে মহিলাদের জন্য মাহরাম ছাড়া সফরের হুকুম কি
- মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জমি হওয়া আবশ্যক এক মসজিদের সম্পদ আরেক মসজিদে ব্যবহারের হুকুম কি
- কোন স্থান অতিক্রম করার ব্যক্তি মুসাফির হয় আর কখন মুসাফিরের হুকুম শেষ হয়
- মাজুর ব্যক্তির ইস্তেঞ্জা কে করিয়ে দেবে
- মহিলাদের জন্য পুরুষের পোশাক পরিধান করার হুকুম কি
- অফিসের জিনিসপত্র ব্যক্তিগত কাজে ব্যবহার করার হুকুম কি