
প্রশ্ন
আমি যেখানে থাকি সেখানে কয়েকটি অমুসলিম পরিবার রয়েছে। তাদের কেউ অসুস্থ হলে দেখতে যাওয়া যাবে কি? এক্ষেত্রে শরয়ী কোনো বাধা আছে কি না? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
অমুসলিম প্রতিবেশী বা আত্মীয়দের কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, খোঁজখবর নেওয়া শুধু জায়েযই নয়; বরং ইসলামের নির্দেশ ও প্রতিবেশীর হক হিসাবে গণ্য। নিষিদ্ধ হল অন্তরঙ্গ সম্পর্ক গড়া, বা এমনভাবে মেলা-মেশা করা যে, নিজের দ্বীনের ক্ষতি হয়। তবে সেখানে গিয়ে নাজায়েয কোনো কিছুর সম্মুখীন হতে হলে যাবে না। এক্ষেত্রে দূর থেকেই খোঁজখবর নিবে। প্রয়োজনে সাহায্য-সহযোগিতাও করতে পারবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসনাদে আহমদ, খন্ড: ৩, পৃষ্ঠা: ১৭৫
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৮, পৃষ্ঠা: ৭১
- হেদায়া (ফাতহুল কাদীর), খন্ড: ৮, পৃষ্ঠা: ৪৯৭
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৩৫
- আলবাহরুর রায়েক, খন্ড: ৮, পৃষ্ঠা: ২০৪
- রদ্দুল মুহতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩৮৮
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩৮৮
আনুষঙ্গিক ফতোয়া
- অমুসলিমদের ধর্মীয় উৎসবে অনুদান
- ইফতার মাহফিলে অমুসলিমকে দাওয়াত দেয়া সন্দেহযুক্ত টাকা থেকে চাঁদা নেয়ার হুকুম কি
- ব্যান্ডেজের উপর মাসাহ করা ব্যক্তির পেছনে সুস্থ ব্যক্তির নামায
- অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে কি
- শিশু বিধর্মী পরিবারে জন্ম নিলে এতে শিশুটির দোষ কী
- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে স্বপ্নে দেখা
- অমুসলিম এনজিওদের বিরোধিতার কারণ
- ইফতার মাহফিলে বিধর্মীকে দাওয়াত দেয়া এবং বিধর্মীর চাঁদা নেয়ার হুকুম