
আব্দুল কাদীর জিলানী রহঃ সম্পর্কে এক পায়ে দাঁড়িয়ে কুরআন খতম করার ঘটনা কি সত্য
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•বিবিধ•
প্রশ্ন
বড় পীর আঃকাদের জীলানী রহঃ এক পায়ের উপর ভর করে সম্পূর্ণ কুরআন মাজীদ খতম করেছেন।” এ ঘটনা সত্য কি না জানিয়ে বাধিত করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এরকম কোন কথা আমরা বড় পীর আব্দুল কাদীর জিলানী রহঃ সম্পর্কে সঠিক সূত্রে পাইনি। বাকি এমন হতে পারে। এতে আশ্চর্য হবার কিছু নেই। বুজুর্গানে দ্বীন আল্লাহ তাআলাকে পাবার আশায় আরো অনেক মেহনত পরিশ্রম করেছেন। সুতরাং এসব ঘটনাকে যতক্ষণ পর্যন্ত সঠিক সূত্রে জানা না যায় বর্ণনা না করা উচিত। বাকি সঠিক সূত্রে জানতে পারলে তা বলতে কোন সমস্যা নেই। এসব বিষয় ঈমান ও আকিদার সাথে কোন সম্পর্ক রাখে না। রাসূল সাঃ বনী ইসরাঈলের ঘটনাও বর্ণনা করতে অনুমতি প্রদান করেছেন। সেখানে উম্মতী মুহাম্মদীর মাঝে সংগঠিত ঈমান ও আমল উদ্দীপক ঘটনা বর্ণনা করা জায়েজ হবার ব্যাপারে কোন প্রশ্নই থাকতে পারে না। عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلاَ حَرَجَ، হযরত আব্দুল্লাহ বিন আমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌছে দাও। আর বনী ইসরাইলীদের থেকে বর্ণনা করতে পারো, কোন সমস্যা নেই। (সহীহ বুখারী, হাদীস নং-৩৪৬১)
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- শায়েখ জাকারিয়া রহঃ রাসূল সাঃ এর রক্তপান সম্পর্কিত ভুল তথ্য এনেছেন
- ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যায় কি না
- মাসিকের সময় কুরআন তিলাওয়াত করা যাবে কি না একটি দালিলিক বিশ্লেষণ
- রাসূল সাঃ কি নূরের তৈরী আশরাফ আলী থানবী রহঃ সম্পর্কে অপপ্রচারের জবাব
- সূরা ফাতিহা কিরাত নয় একটি দালিলিক পর্যালোচনা
- এশার ওজু দ্বারা ফজরের নামায এবং এক হাজার রাকাত নামায পড়ার সত্যতা সম্পর্কে জানতে চাই
- তাশাহুদ প্রসঙ্গে নূরুল ইসলাম ওলীপুরী সম্পর্কে অপবাদের জবাব
- তারাবির খতম শেষে সূরা বাকারার কিছু অংশ পড়া